বিভিন্ন খাতে বরাদ্দের প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে প্রেরণ প্রসঙ্গে চিঠি।
বিভিন্ন খাতে বরাদ্দের প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে প্রেরণ প্রসঙ্গে চিঠি। (০৮/০৮/২০২৪)
মিরপুর-২, ঢাকা
স্মারক নং: ৩৮,০১,০০০০,৭০০,০২,০০১,১৯ (পার্ট-১), ২২-৫৫১/১০৯০
তারিখ: ০৬ আগস্ট ২০২৪
বিষয়: বিভিন্ন খাতে বরাদ্দের প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে প্রেরণ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডুকেশন ইন ইমার্জেন্সি খাত হতে অস্থায়ী গৃহনির্মাণ/সংস্কার ও মেরামত, ভবন/অতিরিক্ত শ্রেণিকক্ষ এবং ওয়াশব্লক নির্মাণ, ক্ষুদ্র ও বড় ধরনের মেরামত, উপজেলা/থানা শিক্ষা অফিস ভবন এবং ইউআরসি/টিআরসি ভবন নির্মাণ, পুনঃনির্মাণ, সম্প্রসারণ এবং বড় ধরনের মেরামত ইত্যাদি খাতে বরাদ্দের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআই সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে প্রস্তাব প্রেরণ না করে উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টরগণ সরাসরি মহাপরিচালক বা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবরে প্রস্তাব প্রেরণ করছেন। এতে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
২। এমতাবস্থায়, উল্লিখিত খাতে বরাদ্দ প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/পিটিআিই সুপারিনটেনডেন্ট এর মাধ্যমে মহাপরিচালক বরাবর প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।।
স্বাক্ষরিত
ড. মোঃ আতাউল গনি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...