পিইডিপি-৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১০০০টি স্পীকার বিতরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
পিইডিপি-৪ এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪১০০০টি স্পীকার বিতরণ প্রসঙ্গে প্রাগম এর চিঠি। (২৭/০৬/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
তারিখ: ২৭ জুন ২০২৪
স্মারক নং ৩৮.০১,০০০০,৯০০.০৭.০০১.২৩.৬৮৫(ক)
বিষয়: স্পীকার বিতরণ প্রসঙ্গে।
সূত্র: প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৩৯.২৪-৩৯৩৬ প্রকিউরমেন্ট বিভাগের ইউও নোট নম্বর ৩৮.০১.০০০০.০০৫.০৭.৪৩৯.২৪-৩৯৩৭
তারিখ: ২৭ জুন ২০২৪
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যাকেজ নম্বর জিডি ১০১.০৩ এর অধীনে ২৬০০০টি এবং জিডি ৩০১.০৩ এর অধীনে ১৫০০০টি স্পীকার এর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড প্রাঃ লিমিটেড ২০টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৪১০০০টি স্পীকার সরবরাহ করেছে। উক্ত স্পীকারসমূহ জেলা পর্যায়ে গঠিত Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী যাচাইপূর্বক সঠিক সংখ্যায় গ্রহণ করতে হবে।
২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এপিএ-তে স্পীকারসমূহ বিদ্যালয় পর্যায়ে বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। Technical Inspection and Acceptance Committee এর মাধ্যমে স্পীকারসমূহ বুঝে নিয়ে আগামী ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে বিদ্যালয় পর্যায়ে বিতরণ নিশ্চিত করতে হবে।
৩। এমতাবস্থায়, স্পীকারসমূহ সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে বুঝে নিয়ে বিতরণকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস নিম্ন বর্ণিত ছকের সংখ্যা ও সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে স্পীকার বুঝে নেওয়ার জন্য পত্র দিবে। সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আগামী ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে তালিকাভূক্ত বিদ্যালয়ে বিতরণ নিশ্চিত করবে এবং বিদ্যালয়ে বিতরণের প্রমাণক ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে অধিদপ্তরের আইএমডি বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলোঃ
PDF Download
No comments
Your opinion here...