সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক/বিরূপ মন্তব্য, পোস্ট ও শেয়ার করা প্রসংগে প্রাশিঅ এর পত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.৩৭.০১৬.২১ (পার্ট-১), ১৪০0
তারিখ: ১৫ শ্রাবণ ১৪৩১ ৩ জুলাই ২০২৪
বিষয়: সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক/বিরূপ মন্তব্য, পোস্ট ও শেয়ার করা প্রসংগে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে সরকারি, বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকগণও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি/গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসত্য, বিভ্রান্তকর, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য উপাত্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট/শেয়ার করে সরকারকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এ অধিদপ্তরের আওতায় বর্তমানে প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকারের কোন আদেশ, নিষেধ বা কার্যক্রম সর্ম্পকে সমালোচনা করা বা সরকারি কোন কার্যক্রম বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট/শেয়ার করা "সরকারী কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯" এর পরিপন্থী। উল্লেখ্য যে, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী- শিক্ষক কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এ বর্ণিত বিধান অনুসরণ করা বাধ্যতামূলক এবং ইতোপূর্বে এ অধিদপ্তরে হতে বহুবার বিষয়টি পত্রের মাধ্যমে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণকে অবহিত করা হয়েছে।
২। দেশের সাম্পতিক পরিস্থিতিতে উক্ত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট/শেয়ার না করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণকে পুনরায় সতর্ক করা হলো। এ বিষয়ের কোন ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আইন/বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
৩। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
মোঃ হামিদুল হক
পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব)
ফোন: ০২-৫৫০৭৪৮-২৯
ই-মেইল: diradmindpe@gmail.com
No comments
Your opinion here...