ঘরে বসে সরকারী চাকুরীজিবিরা বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করবেন যেভাবে।
Views



























পরবর্তী ধাপ (নীচে) ক্লিক করবেন।
"আমি পড়েছি" বামের বক্সে টিক দিবেন।
"ইনক্রিমেন্ট" অপশনে ক্লিক করবেন।
স্ক্রিনে যে কমান্ড আসবে সেখানে "হ্যাঁ" তে ক্লিক করবেন।
"বেসামরিক" অপশনে ক্লিক করবেন।
এনআইডি (জন্ম সালসহ), ভেরিফিকেশন নম্বর এবং ক্যাপচা কোড ইনপুট দিলে মোবাইল নম্বরে (যে মোবাইল নম্বর ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল) একটি ভেলিডেশন কোড আসবে।
ভেলিডেশন কোড ইনপুট দিয়ে "Validate" অপশনে ক্লিক করবেন।
তারপর পেজের উপরের দিকে ইনক্রিমেন্ট লেখাতে ০১.০৭.২০২৪ সিলেক্ট করে "GO" -তে ক্লিক করবেন।
ঘরে বসে সরকারী চাকুরীজিবিরা বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করবেন যেভাবে। How to get copy of annual increment by government employees sitting at home
বার্ষিক ইনক্রিমেন্টের কপি বের করবেন যেভাবেঃ
















প্রতি বছর ০১ জুলাই সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। প্রতিটি কর্মচারীর উচিৎ অনলাইনে চেক করা যে, তার বার্ষিক বেতন বৃদ্ধি হয়েছে কিনা। তাছাড়া সংশ্লিষ্ট কর্মচারীর অফিসে একটি কপি জমা দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ব্যবহার করা মোবাইল অর্থাৎ স্মার্ট ফোনটি ব্যবহারের মাধ্যমে Increment Certificate বের করতে পারেন বা চেক করে করতে পারেন। আসুন দেখে নিই মোবাইলে কিভাবে ফিক্সেশন কপি বা increment কপি বের করতে হয়। চাইলে আপনি এটি ডাউনলোড করে মোবাইলেও সংরক্ষণ করতে পারেন।
#স্টেপ-১: আপনি আপনার স্মার্ট ফোনের যেকোন ব্রাউজারে যাবেন Chrome, Mozilla Firefox, Opera Mini, UC Browser (আমি ক্রোম বাউজার ব্যবহার করছি)।
#স্টেপ-২: আপনার ব্রাউজারের Search Bar এ লিখবেন Pay Fixation.
#স্টেপ-৪: ওয়েবসাইটে ঢোকার পর কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল করে, একদম সবার নিচে দুইটি বাটন আছে (বন্ধ করুন) (পরবর্তী ধাপ) দুই নম্বর বাটনে Click করুন, অর্থাৎ (পরবর্তী ধাপ) বাটনে।
#স্টেপ-৫: আরো একটি পেইজ খুলবে আরো কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল ভাবে। একদম নিচে একটি চেক বক্স সহ “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।” এই লিখাটার বাম পাশে যে চেক বক্স রয়েছে (চার কোণাকৃতির) সেখানে টিক মার্ক দিয়ে (পরবর্তী) বাটনে click করবেন।
#স্টেপ-৬: একদম শেষে ‘ইনক্রিমেন্ট’ লিখা আইকনে Click করবেন। একটি ডাইলগ বক্স আসবে লিখা গুলো পরে ‘হ্যাঁ’ বাটনে Click করবেন।
#স্টেপ-৭: এবার আপনার কর্মক্ষেত্রের ক্যটাগরি পছন্দ করে Click করবেন।
#স্টেপ-৮: ক. আপনার National ID No. দিবেন খ. আপনার Verification No. দিবেন। (Verification No. যদি জানা না থাকে আপনার কর্মক্ষেত্রের হিসাব বিভাগে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।) গ. Captha এলোমেলো লিখা টি নির্ভুল ভাবে লিখে (Login) বাটনে click করবেন।
#স্টেপ-৯ : আপনার মোবাইলে একটি OTP (One Time Password) আসবে সেটা প্রবেশ করার সাথে সাথে আপনার একাউন্টে Login হয়ে যাবেন। তারপর আপনি সংশ্লিষ্ট সন সিলেক্ট করে GO Button প্রেস করলে আপনার কাঙ্খিত ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি দেখাবে। আপনি চাইলে পূর্বের বছরের ইনক্রিমেন্ট কপিও দেখে নিতে পারেন। সকল বছরের ইনক্রিমেন্টের রেকর্ড উক্ত ডাটাবেইজ এ সংরক্ষিত থাকে। ডান পাশে উপরে প্রিন্ট বাটনে ক্লিক করে ইনক্রিমেন্ট সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারেন।
আগামী ০১.০৭.২০২৪ তারিখে ইনক্রিমেন্ট যুক্ত হয়ে আপনার বেসিক কত হবে তা নিজেই যাচাই করুন।











এজন্য প্রথমে প্রবেশ করবেন নিচের এই ওয়েবসাইটে :








তারপর চলে আসবে আপনার বেতন নির্ধারণ বিবরণী পেজ, এরপর প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট নিয়ে নিবেন। নিচে প্রতিটা পর্বের স্ক্রিনশর্ট দিলাম।
আজ ১ জুলাই সরকারি কর্মচারীদের অটো ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে।
অনলাইন থেকে ইনক্রিমেন্ট কপি বের করে প্রিন্ট রাখতে পারেন।
-----------------------------------------------------------------------------------------------------------
বুঝতে সমস্যা হলে ভিডিয়ো দেখে নিন।
No comments
Your opinion here...