শেখ রাসেল পদক ২০২৪' এর জন্য আবেদন আহ্বান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি।
Lutfor
শেখ রাসেল পদক ২০২৪' এর জন্য আবেদন আহ্বান প্রসঙ্গে প্রাশিঅ এর চিঠি। (০৭.০৫.২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-৮৯২
তারিখ: ২৪ বৈশাখ ১৪৩১
০৭ মে ২০২৪
বিষয়: 'শেখ রাসেল পদক ২০২৪' এর জন্য আবেদন আহ্বান।
সূত্র: তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এর ২৭ মার্চ ২০২৪ এর ৫৬,০৪,০০০০,০০৮,২৩,০৪৩.২৪.২১৩ নম্বর স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষনা কয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল দিবস উপলক্ষে অনুর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 'শেখ রাসেল পদক ২০২৪' প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করেছে।
২। বর্ণিতাবস্থায়, সূত্রোস্থ বিজ্ঞপ্তির আলোকে 'শেখ রাসেল পদক ২০২৪' এর জন্য উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ব্যাপক প্রচার এবং নির্ধারিত সময় ও ছক অনুযায়ী আবেদন দাখিলের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তিঃ বর্ণনা মোতাবেক ০১ (এক) পাতা।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সা. প্র.)
ফোনঃ ৫৫০৭৪৯১৭
ই-মেইল: adgeneraldpe@gmail.com.
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...