ad

ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ২৯তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালনের তারিখ পূণ:নির্ধারন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি।

Views

 


ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” এবং ২৯তম “জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ” পালনের তারিখ পূণ:নির্ধারন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। (০৭.০৫.২৪)।


👉 শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম : ১৫-২১ মে, ২০২৪।
👉 জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন : ২৩-২৯ মে, ২০২৪।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম
রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
ফোন: ০২-২২২২৬২৯৯৪

স্মারক নং- শ্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া/ STH/2005/ Vol-6/৯৯০৮ তারিখঃ ce/০৫/২০২৪ ইং বরাবর পরিচালক (পরিকল্পণা ও উন্নয়ন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর-২, ঢাকা-১২১৬। (দুঃআঃ উপপরিচালক, পরিকল্পণা ও উন্নয়ন)
বিষয় ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" এবং ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালনের তারিখ পূণঃনির্ধারন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, দেশে প্রবাহমান তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি বর্ধিত করায় পূর্বনির্ধারিত সময়ানুযরি ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" ও ২৯তম "জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ" পালনও সাময়িক ভাবে স্থগিত ঘোষনা কর হয়েছিল।
গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির জরুরী সভায় গৃহীত সিদ্বান্ত অনুযায়ী ১৫- ২১ মে ২০২৪ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" এবং ২৩ ২৯ মে ২০২৪ সময়কালীন

সারাদেশব্যাপি ২৯তম "জাতীয় কৃমি নিয়এণ সপ্তাহ" পালন করা হবে। উল্লেখিত সময়কালীন উপরোক্ত কার্যক্রমসমূহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে অবহি করা প্রয়োজন। বিধায়, সংশ্লিষ্ট সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাগণকে এ ব্যাপারে লিখিত নির্দেশনা প্রদান করাসহ প্রয়োজনীয় ব্যয়র গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে। স্বাক্ষরিত ডা: শেখ দাউদ আদনান পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর,
সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ফোন নং ০২-২২২২৮০৯৪৮



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.