উপবৃত্তি পাসওয়ার্ড রিসেট
Views
উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
উপবৃত্তি পাসওয়ার্ড রিসেট
আসসালামু আলাইকুম।
#বিদ্যালয়ে কর্মরত সকল প্রধান শিক্ষকের আইডি (নতুন) সক্রিয় রয়েছে। #পূর্বে যাঁরা দায়িত্বে ছিলেন অর্থাৎ পুরাতনদের আইডি ডিএকটিভেট করা হয়েছে।
#ইউইও মহোদয়ের আইডি থেকে পাসওয়ার্ড রিসেট করা যাবে। তবে পাসওয়ার্ড প্রধান শিক্ষককের আইডি থেকে রিসেট করার সময় অন্য কোন তথ্য পূরণ না করে শুধুমাত্র পাসওয়ার্ডই রিসেট করতে হবে। #অনুগ্রহ করে অন্য কোন অপশন যেমন জন্ম তারিখ, এনআইডি এগুলো কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই। সরাসরি পাসওয়ার্ড রিসেট করে সংরক্ষণ করলে আর সমস্যা হবে না।
#নোট: কোনো কোনো বিভাগের কার্যক্রম বন্ধ থাকলে পরে ওপেন করা হবে।
No comments
Your opinion here...