ad

উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।

Views

 


উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
বর্তমানে কর্মরত বিদ্যালয়ের স্ব স্ব প্রধান শিক্ষকের মোবাইল নম্বরের অনুকূলে ইউজার আইড পরিবর্তন /নতুন ভাবে প্রস্তুত করা হয়েছে।
২৬/০৫/২০২৪
👉 অদ্য ২৬ মে, ২০২৪ তারিখ থেকে PESP MIS পোর্টালে বর্তমানে কর্মরত বিদ্যালয়ের স্ব-স্ব প্রধান শিক্ষকের মোবাইল নম্বরের অনুকূলে ইউজার আইডি পরিবর্তন/নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। নতুন/পরিবর্তিত ইউজার আইডি দিয়ে এবং পূর্বের পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লগইন করে উপবৃত্তির সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করবেন।
(সংগৃহীত - Helping page on e-Monitoring)



#আসসালামু আলাইকুম।
#উপবৃত্তি পোর্টালে সকল ইউজার আইডি IPEMIS থেকে আপডেট করা হয়েছে।
#IPEMIS এর প্রধান শিক্ষকের একটিভ মোবাইল নাম্বার ই মূলত: ইউজার আইডি এবং #ডিফল্ট পাসওয়ার্ড Pesp@123 করা হয়েছে।
#তারপরও ডিফল্ট পাসওয়ার্ডে লগইন করতে সমস্যা হলে উপবৃত্তির সংশ্লিষ্ট বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউইও/এইউইও মহোদয়ের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট এর জন্য দিতে পারবেন।
সূত্র: উপবৃত্তি বিভাগের সুমন স্যারের ম্যাসেজ।

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.