উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
Views
অদ্য ২৬ মে, ২০২৪ তারিখ থেকে PESP MIS পোর্টালে বর্তমানে কর্মরত বিদ্যালয়ের স্ব-স্ব প্রধান শিক্ষকের মোবাইল নম্বরের অনুকূলে ইউজার আইডি পরিবর্তন/নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। নতুন/পরিবর্তিত ইউজার আইডি দিয়ে এবং পূর্বের পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লগইন করে উপবৃত্তির সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করবেন।
উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
বর্তমানে কর্মরত বিদ্যালয়ের স্ব স্ব প্রধান শিক্ষকের মোবাইল নম্বরের অনুকূলে ইউজার আইড পরিবর্তন /নতুন ভাবে প্রস্তুত করা হয়েছে।
২৬/০৫/২০২৪

#আসসালামু আলাইকুম।
#উপবৃত্তি পোর্টালে সকল ইউজার আইডি IPEMIS থেকে আপডেট করা হয়েছে।
#IPEMIS এর প্রধান শিক্ষকের একটিভ মোবাইল নাম্বার ই মূলত: ইউজার আইডি এবং #ডিফল্ট পাসওয়ার্ড Pesp@123 করা হয়েছে।
#তারপরও ডিফল্ট পাসওয়ার্ডে লগইন করতে সমস্যা হলে উপবৃত্তির সংশ্লিষ্ট বিভাগীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউইও/এইউইও মহোদয়ের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট এর জন্য দিতে পারবেন।
No comments
Your opinion here...