ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৯৫৩ টি ওয়াই-ফাই রাউটার এবং সিম বিতরণ প্রসঙ্গে প্রাগম এর পত্র।

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৯৫৩ টি ওয়াই-ফাই রাউটার এবং সিম বিতরণ প্রসঙ্গে প্রাগম এর পত্র। (২৩/০৪/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মেইনটেনেন্স ইঞ্জিঃ (হার্ডওয়্যার ও নেটওয়ার্ক)
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৯০০,০৭,০০২.২০.৪৯ তারিখ: ২৩ এপ্রিল ২০২৪
বিষয়: ২১৯৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন প্রসঙ্গে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২১-২২ অর্থবছরে ৩৯৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীনফোনের ইন্টারনেট সার্ভিস প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান অর্থবছরে ২১৯৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইন্টারনেট সার্ভিস ক্রয়ের নিমিত্ত প্রতিষ্ঠান নির্বাচনের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করা হয়। উক্ত দরপত্র প্রক্রিয়ায় ২১৯৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ওয়াই-ফাই রাউটার এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য গ্রামীনফোন লিমিটেডকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। উক্ত কার্যাদেশের আওতায় ২১৯৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটারসহ সিম বিতরণ করা হবে। গ্রামীনফোন লিমিটেড ২১৯৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটার এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করবে। এলক্ষ্যে গ্রামীনফোন লিমিটেড সারা দেশের সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট সরিকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই রাউটার ও সিম সরবরাহ করবে। উল্লেখ্য, উক্ত সিমে ২৫জিবি ডাটা প্রতি মাসে সরবরাহ করা হবে। এ বিষয়ে কোন সমস্যা হলে গ্রামীনফোনের হেল্প সেন্টার এর 01711- 092456, 01324-432538 601790-138790 নম্বরে যোগাযোগ করতে বলা হলো।
২। এমতাবস্থায়, গ্রামীনফোন লিমিটেড কর্তৃক সরবরাহকৃত ওয়াই-ফাই রাউটার ও সিম সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণে সহযোগীতা এবং বিদ্যালয়সমূহে বিতরণের রিসিভিং কপি সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো। সংযুক্তি: বর্ণনামতে।
স্বাক্ষরিত প্রকৌঃ অনুজ কুমার রায়
সিনিয়র সিস্টেম এনালিস্ট


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.