ad

উপবৃত্তি সংক্রান্ত আপডেট ভুলক্রমে “প্রাপ্যতা নাই” (শুন্য) চাহিদা অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি।

Views

 


উপবৃত্তি সংক্রান্ত আপডেট ভুলক্রমে “প্রাপ্যতা নাই” (শুন্য) চাহিদা অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধান বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৩ সময়ের সারাদেশের সুবিধাভোগী শিক্ষার্থীদের চাহিদা অনুমোদনের প্রেক্ষিতে পে-রোল সম্পন্ন হয়েছে। তবে উক্ত সময়ের চাহিদা প্রস্তুতপূর্বক অনুমোদনকালীন সময়ে কিছু সংখ্যক শিক্ষার্থীর উপবৃত্তির প্রাপ্যতা থাকলেও ভুলক্রমে প্রাপ্যতা নাই (০ মাসের) চাহিদা প্রস্তুতপূর্বক অনুমোদিত হয়েছে-মর্মে মাঠ পর্যায় থেকে জানা যায়। এমতাবস্থায়, পুনরায় সঠিক চাহিদা প্রস্তুতের নিমিত্ত আইবাস কর্তৃক প্রযোজ্য শিক্ষার্থীর ডাটা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের আইডিতে ফেরত প্রদান করা হবে বিধায়- প্রযোজ্য শিক্ষার্থীর তথ্য নিম্নোক্ত গুগল লিংকে প্রবেশ করে নির্ধারিত ফরমে পুরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো: 

গুগল লিংক: https://bit.ly/brn-pesp

অথবা-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe23hXqvlyvHe nFkL qWF6mCdewPQHC9I8lUaDZ5OgL89oAuA/viewform

বি:দ্র: ১) প্রত্যেক শিক্ষার্থীর তথ্য পৃথক পৃথক এন্ট্রি দিবেন, তবে একাধিকবার একই শিক্ষার্থীর ডাটা এন্ট্রি করবেন না।

২) তথ্য অবশ্যই ইংরেজীতে পুরণ করবেন। অতিরঞ্জিত তথ্য দিবেন না।

৩) আগামী ২২/০৪/২০২৪খ্রি. তারিখের মধ্যে প্রযোজ্য তথ্য পুরণ সম্পন্ন করতে হবে।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৬/০৪/২০২৪খ্রি.

উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.