প্রতারক চক্র থেকে সতর্ক/সাবধান থাকা সম্পর্কিত প্রাগম এর চিঠি।
প্রতারক চক্র থেকে সতর্ক/সাবধান থাকা সম্পর্কিত প্রাগম এর চিঠি। (৩১/০৩/২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ১৭ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয: প্রতারক চক্র থেকে সতর্ক/সাবধান থাকা সম্পর্কিত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র উপপরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ রকিব উদ্দিন এর নাম ও পদবি ব্যবহার করে স্মারক নং-৩৮.০১.০০০০.১৪৩.১১,০০৮.২৩-৪৮, তারিখ:২৫/০২/২০২৪ এ একটি ভুয়া অফিস আদেশ জারি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে ২০২৩ এর প্রথম ধাপে ৯৫ জনকে নিয়োগ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) এর দপ্তর থেকে এ ধরণের কোন পত্র জারি করা হয়নি এবং উক্ত নিয়োগ এ দপ্তরের এখতিয়ারভুক্ত নয়।
২। প্রতারক চক্র গত ৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে উপপরিচালক (প্রশাসন) এর মোবাইল নম্বর ০১৭৭৩৯৭৫৯০৬ ক্লোন করে জনাব মো: কামরান হোসেন, ইন্সট্রাক্টর, পিটিআই, নওগাঁর এর নিকট বিকাশ নম্বর-০১৬২৩৯৭২৬৭৮ এর মাধ্যমে ২০ হাজার টাকা দাবী করে। তাছাড়া তাঁর নামে ২৩/০৩/২০২৪ তারিখে ০১৭১১৩১২৭৮১ এ ফোন করে বিকাশ নম্বর-০১৮৭৯৮৪৯৯০৮-তে ৫০ হাজার টাকা দাবী করে এবং বদলির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকটও টাকা দাবী করছে। এতে উক্ত কর্মকর্তাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
৩। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণের নাম ও পদবি ব্যবহার করে মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকগণের নিকট একাধিক মোবাইল নম্বর এর মাধ্যমে বদলি/পদোন্নতির জন্য অর্থ দাবী করছে।
৪। ইতোপূর্বে এ বিষয়ে অসাধু ও প্রতারক চত্রের প্রতারণা হতে মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার জন্য একাধিকবার সতর্কতামূলকপত্র দেয়া হয়।
৫। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোন উর্দ্ধতন কর্মকর্তার নাম ও পদবি ব্যবহার করে কোন ধরনের অনৈতিক তদবির বা অর্থ দাবী করা হলে বিষয়টি যাচাই অন্তে আইনানুগ কার্যক্রম গ্রহণ করাসহ সংশ্লিষ্ট সকলকে অসাধু প্রতারক চক্র হতে সতর্ক/সাবধান থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৩১-০৩-২০২৪ মোঃ হামিদুল হক পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়): ১। বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা/রাজশাহী/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/রংপুর/সিলেট/ময়মনসিংহ বিভাগ; ২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, (সকল) জেলা; ৩। সুপারিনটেনডেন্ট, পিটিআই (সকল) জেলা; ৪। উপজেলা শিক্ষা অফিসার, (সকল) উপজেলা জেলা; ৫। ইউআরসি ইন্সট্রাক্টর, (সকল)... উপজেলা......জেলা এবং ৬। সংরক্ষণ নথি।
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...