আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৪ এর ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাগম এর চিঠি।
Views
ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে বরাদ্দ - ৩,০০০/- টাকা করে।
উপজেলা পর্যায়ে বরাদ্দ - ১৪,০০০/- টাকা করে।
আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৪ এর ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান প্রসঙ্গে প্রাগম এর চিঠি (০৫/০৩/২৪)।
বি: দ্র: - পূর্বের চিঠিতে মূলপত্র (G.O) ছিল না।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
স্মারক নং ৩৮.১৫০.১৮০.০২৯.০০.০৫.৪০.২০১৮-৭৪৫
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩০
০৪ মার্চ ২০২৪
বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা/থানা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর ব্যয় নির্বাহকল্পে বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান।চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সাব-কম্পোনেন্ট যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা/থানা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর ব্যয় নির্বাহকল্পে সংযুক্ত তালিকার থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুকূলে আবর্তক ব্যয় এর আওতায় অনুষ্ঠান/উৎসবাদি খাতের (অর্থনৈতিক কোড ৩২৫৭৩০১) জিওবি এবং আরপিএ (জিওবি) বরাদ্দ হতে সর্বমোট ১৫,৩১,১৯,০০০.০০০ (পনেরো কোটি একত্রিশ লক্ষ উনিশ হাজার) টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরী প্রদান করা হলো।
২। এ ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ১২৮, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২২৩৭৯০০ এর আওতায় সাব-কম্পোনেন্ট "যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ"-এর বরাদ্দ থেকে আবর্তক ব্যয় খাতের ৩২৫৭৩০১ অর্থনৈতিক কোড-এর আওতায় বরাদ্দকৃত টাকা থেকে নির্বাহ হবে।
৩। অর্থ ব্যয়ের শর্তাবলি:
ক) প্রতিটি ব্যয় এর ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ৬০% এবং আরপিএ (জিওবি) বাবদ ৪০% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে।
খ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত এবং অগ্রিম অর্থ উত্তোলন করা যাবে না;
গ) কার্যক্রম বাস্তবায়ন এবং বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে।
ঘ) এ ব্যয় কোন ক্রমেই নির্ধারিত অর্থনৈতিক কোড ব্যতীত অন্য কোন কোডে ব্যয় করা যাবে না।
ঙ) এ ব্যয়ের যাবতীয় অডিট কার্যক্রম তাঁর দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে যেন চাহিবা মাত্র প্রদর্শন করা যায়।
চ) ব্যয় বিবরণী (SOE) ব্যয়ের ৭ (সাত) দিনের মধ্যে অবশ্যই ডিপিই এর ওয়েব বেইজড একাউন্টিং সিস্টেমে এন্ট্রি করতে হবে। অন্যথায় পরবর্তীণ বরাদ্দ দেয়া সম্ভব হবে না।
ছ) প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট/আইটি কর্তন করতে হবে।
জ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনাবলী অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে;
ঝ) কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
81 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে "১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" এর আওতায় সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ iBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।
৬। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
স্বাক্ষরিত
এইচ এম আবুল বাশার
উপপরিচালক (অর্থ)
No comments
Your opinion here...