প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ এর জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ী শিশুদের তথ্য আগামী ১৪ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।
প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ এর জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ী শিশুদের তথ্য আগামী ১৪ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (০৪/০৩/২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১০৭.২৪.০০৩.২৩-৩৪9
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩০
৪ মার্চ ২০২৪
বিষয়: প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ী শিশুদের তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় নির্বাচিত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংযুক্ত ছক-এ তথ্যের সঠিকতা যাচাইকরতঃ চাহিত তথ্য আগামী ১৪ মার্চ ২০২৪ তারিখের মধ্যে হার্ড এবং সফ্ট কপি (Nikosh Ban Front এ) (adgeneraldpe@gmail.com) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২।সংযুক্ত তথ্য ছকের সাথে নিম্নবর্ণিত সনদ/ ছবি প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
ক) বিজয়ী প্রতিযোগীর জন্মসনদ (উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত)। খ) বিজয়ী প্রতিযোগীর ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি। গ) বিজয়ী প্রতিযোগীর ৪ কপি স্ট্যাম্প সাইজ ছবি। ঘ) অভিভাবকের NID'র ফটোকপি (উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত) ঙ) অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। সংযুক্তি পাতা।
স্বাক্ষরিত
মোঃ ইমামুল ইসলাম
উপপরিচালক (সংস্থাপন)
ফোন: ৫৫০৭৪৮২৯
ই-মেইল: ddestabdpe@gmail.com
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...