ad

সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠন প্রসঙ্গে মাউশি এর চিঠি।

Views

 


সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে “অভিভাবক শিক্ষক সমিতি (PTA)” গঠন প্রসঙ্গে মাউশি এর চিঠি। (২৮/০২/২০২৪)

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম

 সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। 

E-mail: pbgsedp2021@gmail.com

তারিখ: ২৮/০২/২০২৪ খ্রি.

স্মারক নং-পিবিজিএসআই/এসইডিপি/পিটিএ/৪১/২০২২/ ১২৬

বিষয়: সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে "অভিভাবক শিক্ষক সমিতি (PTA)" গঠন প্রসঙ্গে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)' স্কিমের প্রস্তাবিত "অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩" শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে (স্মারক নম্বর: ৩৭,০০,০০০০.০৮১,৩৬.০০৪.২০-১৭; তারিখ ৩১ জানুয়ারি ২০২৪ খ্রি.)। সে অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ২০২৪ খ্রি.-এর মধ্যে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) "অভিভাবক শিক্ষক সমিতি (PTA)" গঠনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনা প্রদান করেছেন।

এমতাবস্থায় নির্ধারিত তারিখের মধ্যে অনুমোদিত নীতিমালা অনুযায়ী সারাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা) "অভিভাবক শিক্ষক সমিতি (PTA)" গঠনের নির্দেশনা প্রদান ও পিটিএ গঠনে প্রতিষ্ঠানসমূহকে সহায়তার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩।

স্বাক্ষরিত

(প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ)

স্কিম পরিচালক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয়

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

 উন্নয়ন-১ শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.shed.gov.bd

ম্বর: ৩৭,০০,০০০০.০৮১.৩৬.০০৪.২০-১৭

তারিখ: ১৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ

বিষয়: মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য "অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩" অনুমোদন।

সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- পিবিজিএসআই/এসইডিপি/পিটিএ/৪১/২০২২/৪৫০; তারিখ: ২০/১২/২০২৩ খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের 'Secondary Education Development Program (SEDP)' শীর্ষক প্রোগ্রামের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন '৩২০০০০১০৪-পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)' শীর্ষক স্কিমের আওতায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতকৃত "অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩" যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হয়।

০২। এমতাবস্থায়, অনুমোদিত নীতিমালাটি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এ সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

সংযুক্তি: অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা, ২০২৩।

স্বাক্ষরিত

(মনিরা বেগম)

উপসচিব

ফোন: ২২৩৩৮৪৫৫২ 

ইমেইল: dev,sec1@shed.gov.bd






পিডিএফ ডাউনলোড




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.