ad

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪

Views

 


বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪

রেজিস্টার্ড নং ডি এ-১


 

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

জনপ্রশাসন মন্ত্রণালয় 

বিধি-৫ শাখা

আদেশ

তারিখ: ০৬ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ/১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ

এস.আর.ও. নং ৩৩-আইন/২০২৪।-সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪০ অনুচ্ছেদের দফা (২) এর বিধান অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে, নিম্নরূপ আদেশ জারি করিল, যথা:-

১। শিরোনাম ও প্রবর্তন। (১) এই আদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

২। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই আদেশে-

(ক) "কমিশন" অর্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন;

(খ) “ক্যাডার পদ” অর্থ তফসিলে উল্লিখিত কোনো পদ;

(গ) “তফসিল” অর্থ এই আদেশের তফসিল;

(ঘ) "শিক্ষানবিশ" অর্থ ক্যাডার পদে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি; এবং

(ঙ) “সার্ভিস” অর্থ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)।

(১৭৪৭) মূল্য: টাকা ১২.০০

১৭৪৮

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ফেব্রুয়ারি ২০, ২০২৪

৩। সার্ভিস গঠন। (১) এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে BCS (Administration) Composition and Cadre Rules of 1980 এর অধীন গঠিত BCS (Administration), বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) নামে অভিহিত হইবে এবং উহা এইরূপভাবে বহাল থাকিবে যেন উহা এই আদেশের অধীন গঠিত হইয়াছে।

(২) এই সার্ভিস নিম্নবর্ণিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা:

(ক) সেই সকল ব্যক্তি যাহারা BCS (Administration) Composition and Cadre Rules of 1980 এর অধীন গঠিত BCS (Administration) এ নিযুক্ত রহিয়াছেন;

(খ) সেই সকল ব্যক্তি যাহারা BCS (Economic) Composition and Cadre Rules of 1980 এর অধীন গঠিত BCS (Economic) এ নিযুক্ত হইয়া BCS (Administration) এর সহিত একীভূত হইয়াছেন;

(গ) সেই সকল ব্যক্তি যাহারা সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী সার্ভিসে নিযুক্ত হইবেন।

(৩) উপ-অনুচ্ছেদ (২) এর অধীন নিয়োগ প্রাপ্ত হইয়া পরবর্তীতে সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণও চাকরি ব্যবস্থাপনার উদ্দেশ্যে এই সার্ভিসের সদস্য হিসাবে গণ্য হইবেন।

৪। ক্যাডারে অন্তর্ভুক্ত পদসমূহ। (১) তফসিলে উল্লিখিত পদ হইবে সার্ভিসে ক্যাডারের পদ।

(২) সরকার এতদুদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতিতে ক্যাডারের পদের সংখ্যা পরিবর্তন করিতে পারিবে।

৫। নিয়োগকারী কর্তৃপক্ষ। রাষ্ট্রপতি বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক সার্ভিসে নিয়োগদান করা যাইবে।

৬। নিয়োগের পদ্ধতি। (১) এই সার্ভিসে ক্যাডার পদে নিয়োগ সংশ্লিষ্ট নিয়োগ বিধির বিধান অনুযায়ী সম্পাদিত হইবে।

(২) সার্ভিসের তফসিলভুক্ত পদ হইতে সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২ এর অধীন নির্ধারিত হইবে এবং অনুরূপে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১, সচিব ও সিনিয়র সচিব হিসাবে এবং তফসিলভুক্ত পদে পদায়িত হইবেন।

৭। যোগ্যতা। সার্ভিসে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে নির্ধারিত যোগ্যতা ও শর্তের অনুরূপ হইবে।

৮। জ্যেষ্ঠতা। চাকরিতে প্রবেশের পর্যায়ে সার্ভিসের সদস্যদের জ্যেষ্ঠতা, সার্ভিসে নিয়োগের জন্য কমিশনের সুপারিশপত্রে স্থিরীকৃত মেধার ক্রমানুসারে নির্ধারিত হইবে।

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ফেব্রুয়ারি ২০, ২০২৪

১৭৪৯

৯। সাধারণ বিধান।যে সকল বিষয়ে এই আদেশে স্পষ্টরূপে কোনো বিধান করা হয় নাই সেই সকল বিষয়ে সার্ভিসের সদস্যগণ সেই বিধিমালা বা আদেশ দ্বারা পরিচালিত হইবেন যাহা সরকার কর্তৃক প্রণীত বা জারি করা হইয়াছে বা তাহাদের প্রতি প্রযোজ্য করা হইয়াছে।

১০। রহিতকরণ ও হেফাজত।-(১) BCS (Administration) Composition and Cadre Rules of 1980 এবং BCS (Economic) Composition and Cadre Rules of 1980, অতঃপর উক্ত Rules দুটি বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিত সত্ত্বেও উক্ত Rules দুটির অধীন-

(ক) নিয়োগপ্রাপ্তদের নিয়োগ এবং উহার ধারাবাহিকতায় প্রাপ্ত প্রশিক্ষণ, শিক্ষানবিশিসহ

চাকরিতে স্থায়ীকরণ, পদোন্নতি ও অর্জিত অধিকারসমূহ এমনভাবে চলমান থাকিবে

যেন উহা এই আদেশের বিধান অনুযায়ী প্রাপ্ত ও অর্জিত হইয়াছে; এবং

(খ) কোনো কার্যক্রম অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা উক্ত Rules দুটির অধীন এইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Rules দুটি রহিত হয় নাই।








PDF Download 

বাংলাদেশ গেজেট সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.