নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন প্রক্রিয়া সম্পন্নকরণ সংক্রান্ত
নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন প্রক্রিয়া সম্পন্নকরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১২/০২/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ১২.০২.২০২৪ খ্রি.
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭,৩১.১৫০.২০২৩.২৯৯
বিষয়: 'নৈপুণ্য' মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন প্রক্রিয়া সম্পন্নকরণ প্রসঙ্গে।
সূত্র: এনসিটিবি'র স্মারক নং- শি:উ:কাউশিই/৬৮/২০০২/৩৪৭; তারিখ: ১২.০২.২০২৪ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে 'নৈপুণ্য' অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন 'নৈপুণ্য' অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে ১২/০২/২০২৪ তারিখ থেকে ২৫/০২/২০২৪ তারিখের মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠান প্রধানগণকে 'নৈপুণ্য' মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: নির্দেশনা (০৫ পাতা)।
স্বাক্ষরিত
এস এম জিয়াউল হায়দার হেনরী)
( সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
addshesecondary2@gmail.com
পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...