ad

পাঠ্যপুস্তকের অপচয় রোধে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্যের শিক্ষার্থী সংখ্যা যথাযথভাবে যাচাইকরণ প্রসঙ্গে।

Views

 

পাঠ্যপুস্তকের অপচয় রোধে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্যের শিক্ষার্থী সংখ্যা যথাযথভাবে যাচাইকরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা।(১২/০২/২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৩০০.২৩.০০১.২০.৪৫ তারিখ: ২৯ মাঘ ১৪৩০ ১২ ফেব্রুয়ারি ২০২৪

বিষয়: পাঠ্যপুস্তকের অপচয় রোধে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি এবং প্রাথমিক স্তরের বাংলা ভার্সন পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্যের শিক্ষার্থী সংখ্যা যথাযথভাবে যাচাইকরণ প্রসঙ্গে।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং: ৩৮.০১.০০০০.৩০০.২৩.০০১.২০.৪৪, তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৪

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি এবং প্রাথমিক স্তরের বাংলা ভার্সন পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্যের শিক্ষার্থী সংখ্যা যাচাইপূর্বক ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সূত্রোক্ত স্মারকমূলে পত্র প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, 'বিপুল সংখ্যক পাঠ্যপুস্তক উদ্বৃত্ত থাকা সত্বেও বিভিন্ন উপজেলা/থানায় শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি এবং কোন কোন উপজেলা/থানার উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের সংখ্যা ০ (শূন্য) দেখানো হয়েছে। চাহিদা চূড়ান্ত করার পূর্বে এসকল উপজেলা/থানার ২০২৫ শিক্ষাবর্ষের সম্ভাব্য শিক্ষার্থী সংক্রান্ত তথ্য যাচাই করা প্রয়োজন।

০২। পাঠ্যপুস্তকের অপচয় রোধে শিক্ষার্থী সংখ্যা যাচাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেয়া প্রয়োজন:

* নির্ধারিত সময় ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অবশ্যই (সংশ্লিষ্ট কর্মকর্তার সীল-স্বাক্ষরিত) তথ্য প্রেরণ নিশ্চিত করতে হবে:

*শিক্ষার্থী সংখ্যা যথাযথভাবে যাচাই করতে হবে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরেজমিনে পরিদর্শন এবং সেক্ষেত্রে অসংগতিপূর্ণ তথ্য পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে;

*প্রতিটি উপজেলা/থানার বিদ্যালয়ের তালিকা, শিক্ষার্থী সংখ্যা হালফিল রাখতে হবে, যেন সরেজমিনে পরিদর্শনের সময় তথ্য যাচাইয়ে সহায়ক হয়;

*নির্ধারিত সময়ের পরে তথ্য প্রেরণের কারণে সৃষ্ট জটিলতার দায়-ভার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বহন করবে না:

*যেসকল বিভাগ হতে সারসংক্ষেপ প্রদান করা হয়নি সে সকল বিভাগ থেকে জরুরি ভিত্তিতে যথাসময়ে সারসংক্ষেপ প্রেরণ করতে হবে;

*কোন কোন বিভাগের এন্ট্রিতে বরাদ্দ, প্রাপ্তি, বিতরণ, উদ্বৃত্ত, শিক্ষার্থী সংখ্যায় গরমিল রয়েছে। যাচাইকৃত তথ্যে যেন। কোন গরমিল না থাকে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে;

*নবসৃষ্ট উপজেলা/থানার তথ্য বিভাগীয় উপপরিচালকের পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, নবসৃষ্ট একটি উপজেলার চাহিদা প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাওয়া গেলেও প্রাথমিক স্তরের বাংলা ভার্সন পাঠ্যপুস্তকের চাহিদা পাওয়া যায়নি।

০৩। এমতাবস্থায়, সূত্রোক্ত স্মারকে উল্লিখিত উপজেলা/থানার শিক্ষার্থী সংখ্যা যাচাইপূর্বক প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক (বিদ্যালয়ের তালিকা, শিক্ষার্থী ইত্যাদি) ও এক্সেল ডাটা সীটের সারসংক্ষেপ আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

এস. এম. আনছারুজ্জামান পরিচালক (প্রশাসন) ফোন: ৫৫০৭৪৮২৯ ই-মেইল: diradmindpe@gmail.com


DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.