ad

প্রাথমিক শিক্ষা বার্তা'য় (৩য় বর্ষ, ১ম সংখ্যা, ডিসেম্বর ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন আহ্বান সংক্রান্ত নেপ এর পত্র।

Views

 

প্রাথমিক শিক্ষা বার্তা'য় (৩য় বর্ষ, ১ম সংখ্যা, ডিসেম্বর ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন আহ্বান সংক্রান্ত নেপ এর পত্র। (৩০/০১/২০২৪)

প্রাথমিক শিক্ষা বার্তাতে লেখা আহবান ।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি

ময়মনসিংহ
www.nape.gov.bd

স্মারক নং:৩৮.০৪,০০০০,৪০৯.১০.০০৫.১৫(অংশ-১)-০১ তারিখ: ১৬ মাঘ ১৪৩০

৩০ জানুয়ারি ২০২৪

বিষয়: 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় (৩য় বর্ষ, ১ম সংখ্যা, ডিসেম্বর ২০২৩) প্রকাশের জন্য সংবাদ/প্রতিবেদন আহ্বান।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর: ৩৮.০০,০০০০,০০৮,৯৯,০০৩.২০.৭০/১(১১); তারিখ: ০৩/০৩/২০২১ খ্রি.

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রাথমিক শিক্ষা বিভাগের ষান্মাসিক নিউজলেটার হিসেবে 'প্রাথমিক শিক্ষা বার্তা' জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নিয়মিত প্রকাশিত হয়। 'প্রাথমিক শিক্ষা বার্তা'র প্রতি সংখ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল দপ্তর/প্রতিষ্ঠান/সংস্থা/শাখা এবং মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট নিয়মিত সংবাদ ও বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়। ইতোমধ্যে 'প্রাথমিক শিক্ষা বার্তা'র চারটি সংখ্যা প্রকাশিত হয়েছে। জুলাই ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ সময়কালে অনুষ্ঠিত কার্যক্রমের সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ 'প্রাথমিক শিক্ষা বার্তা'র (৩য় বর্ষ, ১ম সংখ্যা) ডিসেম্বর, ২০২৩-এ প্রকাশ করা হবে।

এমতাবস্থায়, 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় (ডিসেম্বর, ২০২৩) প্রকাশের জন্য লেখা আহ্বান করা হচ্ছে। 'প্রাথমিক শিক্ষা বার্তা'য় (৩য় বর্ষ, ১ম সংখ্যা, ডিসেম্বর ২০২৩) প্রকাশের লক্ষ্যে সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিয়মাবলি
১) সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সম্পাদকীয় দপ্তরে পৌঁছাতে হবে। সংবাদ/সচিত্র প্রতিবেদন ১ জুলাই ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রম সম্পর্কিত হতে হবে। সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছবি সংযুক্ত করতে হবে। লেখার ভাববস্তু সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া একান্ত আবশ্যক।

২) সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ হবে সংক্ষিপ্ত, বস্তুনিষ্ঠ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কিত। সংবাদ-সংশ্লিষ্ট ছবি শিরোনামসহ প্রেরণ করতে হবে। বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির সাম্প্রতিক বানানরীতি অনুসরণ করতে হবে। লেখা বাংলা নিকষ ১২ ফন্টে ও ১.৫ লাইন স্পেসে টাইপকৃত হবে। লেখা ওয়ার্ড ও পিডিএফ উভয় ফরম্যাটে প্রেরণ করতে হবে।

৩) সংবাদ/প্রতিবেদন/সচিত্র প্রতিবেদন/বিশেষ নিবন্ধ সংশ্লিষ্ট লেখা সম্পাদকীয় দপ্তরের ই-মেইল (language.nape@gmail.com) অথবা (mahbub500@gmail.com)-এ প্রেরণ করতে হবে। এ সম্পর্কিত যেকোনো তথ্য/পরামর্শের জন্য ভাষা অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা ০২৯৯৬৬৬৬১৬৫, মোবাইল: ০১৯১২৮৩৭৯৫৪) ঠিকানায় যোগাযোগ করা যাবে।

৪) লেখা নির্বাচন ও পরিমার্জনের ক্ষমতা সম্পাদকীয় পর্ষদ সংরক্ষণ করে।

ফরিদ আহমদ (যুগ্মসচিব)

মহাপরিচালক ফোন: ০২৯৯৬৬৬৬৩০৫

ই-মেইল: dgnape@gmail.com


NAPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.