এনটিআরসিএ এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব শিক্ষাকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত SHED এর নির্দেশনা। (২২/০১/২০২৪)
এনটিআরসিএ এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব শিক্ষাকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত SHED এর নির্দেশনা। (২২/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.shed.gov.bd
তারিখঃ ২৬ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ
নথি নং-৩৭,০০,০০০০,০৭৪.০২৯.০১১.২০১৯, ১৫
তারিখ: ১০ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ
বিষয়ঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশপ্রাপ্ত ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত।
সূত্র: (১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা এর স্মারক নং-৩৭,০০,০০০০,০৭৪,০২৯,০০১.২০১৯,৯০, তারিখ: ১৭,০৪,২০২২খ্রি, (২) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর স্মারক নং-৩৭,০৫,০০০০,১০৭,৩১,৪০১.২০২১.১৭৭৩, তারিখ: ০৯.০৮.২০২৩খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৩৯/২০১৯ এবং সিভিল পিটিশন ফর লিড টু আপীল মামলা নং-৩৯০০/২০১৯ এর আলোকে এনটিআরসিএ এর জরুরি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির বিষয়ে কোন বাধা না থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে নিম্নরূপ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:
(ক) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অধিকাংশ শিক্ষক ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়ায় তাঁদের এমপিও বহাল রাখা; এবং
(খ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে ৩য় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৫ (পঁয়ত্রিশ) উর্ধ্ব নিয়োগ সুপারিশপ্রাপ্ত অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করা।
স্বাক্ষরিত
(মোহাম্মদ তৌহিদুল ইসলাম)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৫৫১০০৫১৭
ইমেইলঃ nongovt.secondary.sec3@shed.gov.bd
SHED সংক্রান্ত সকল আপডেট লিঙ্কঃ
No comments
Your opinion here...