ad

শিক্ষার্থীদের নিপাহ ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কিত স্বাস্থ্য বার্তা আলোচনা প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২২/০১/২০২৪)

Views

 

শিক্ষার্থীদের নিপাহ ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কিত স্বাস্থ্য বার্তা আলোচনা প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২২/০১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা। 

www.dshe.gov.bd

স্মারক নং-৩৭.০২.০০০০.১০৮,০৩২.০২.২১.০১

-বিশেষ

তারিখ: ২২/০১/২০২৪ খ্রি.

বিষয়: শিক্ষার্থীদের নিপাহ ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কিত স্বাস্থ্য বার্তা আলোচনা প্রসঙ্গে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং- স্বা:অধি:/রো: নি:/জুনোটিক ডিজিজ/নিপাহ/২০২৪/৮২, তারিখ: ১০/০১/২০২৪

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিপাহ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি অপারেশনাল প্ল্যানের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম দেশব্যাপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ঐ বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং আক্রান্ত হলে অধিকাংশই মৃত্যুবরণ করেন। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। দেশব্যাপি জনসাধারণকে নিপাহ ভাইরাস সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

এমতাবস্থায়, সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপাহ রোগ সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রোগটির সংক্রমণ রোধ করা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর, রোগ নিয়ন্ত্রণ শাখার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কর্তৃক সরবরাহকৃত নিপাহ রোগ সম্পর্কিত স্বাস্থ্য বার্তা সম্পর্কে দেশের মাধ্যমিক পর্যায়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে আলোচনা করা এবং এতদ সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক/শিক্ষিকা/অধ্যক্ষগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত নিপাহ রোগ সম্পর্কিত স্বাস্থ্য বার্তা।

স্বাক্ষরিত

মোঃ খালেদ সাইফুল্লাহ)

( সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা)

ফোন নং- ০২-৪১০৫০৬২১


DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.