ইন্টিগ্রেটেড সিস্টেম IPEMIS এ শিক্ষক পদোন্নতি/পদায়নের কার্যক্রম অতি দ্রুত সম্পাদন সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০২/০১/২০২৩)
ইন্টিগ্রেটেড সিস্টেম IPEMIS এ শিক্ষক পদোন্নতি/পদায়নের কার্যক্রম অতি দ্রুত সম্পাদন সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০২/০১/২০২৩)
IPEMIS এ শিক্ষক পদোন্নতি/পদায়নের কার্যক্রম আগামী ০৩ কার্যদিবসের মধ্যে সম্পাদন সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০২/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৯০০,৩৫,০০১.২৩.২ ১৮ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
০২ জানুযারী ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ:
বিষয়: ইন্টিগ্রেটেড সিস্টেম IPEMIS এ শিক্ষক পদোন্নতি/পদায়নের কার্যক্রম অতি দ্রুত সম্পাদন সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সিস্টেম (IPEMIS) এ "শিক্ষক ব্যবস্থাপনা" মডিউলটিতে নতুন ২(দুই) টি মেন্যু ("শিক্ষক স্থানান্তর" এবং "শিক্ষক পদোন্নতি") সংযুক্ত করা হয়েছে। IPEMIS এ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আইডি হতে শিক্ষকগণের জন্য কার্যক্রম দুটি পরিচালনা করা যাবে। পরবর্তি অনলাইন বদলী কার্যক্রম পরিচালনার পূর্বেই IPEMIS এ যে সকল শিক্ষকগণের এখনো প্রকৃত বিদ্যালয় দেখাচ্ছেনা এবং যে সকল শিক্ষকগণ পদোন্নোতি পেয়েছে কিন্তু এখনো IPEMIS এ প্রকৃত পদবি দেখাচ্ছেনা, সে সকল ক্ষেত্রে অতি দ্রুত কার্যক্রমসমূহ সম্পাদন করা প্রয়োজন।
এমতাবস্থায়, শিক্ষকগণের পরবর্তি অনলাইন বদলী কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত IPEMIS এ শিক্ষকগণের জন্য উল্লেখিত কার্যক্রম ২ টি আগামী ৩(তিন) কর্মদিবসের মধ্যে সম্পাদনের জন্য বিশেষভাবে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক (আইএমডি) (অতিরিক্ত দায়িত্ব)
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...