ad

সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকা সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৩/০১/২০২৪)

Views

 

সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকা সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৩/০১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.১০১,৩২,০০৯,২৩-০৮

তারিখ: ০৯ পৌষ, ১৪৩০ ০৩ জানুয়ারি, ২০২৪

বিষয়: সহকারী ইন্সট্রাক্টরগণের গ্রেডেশন তালিকা সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপজেলা/থানা রিসোর্স সেন্টারে কর্মরত সহকারী ইন্সট্রাক্টরগণের খসড়া গ্রেডেশন তালিকা প্রণয়ন কমিটি কর্তৃক ২৩০ জনের খসড়া গ্রেডেশন তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত খসড়া গ্রেডেশন তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

০২। বর্ণিত গ্রেডেশন তালিকা সম্পর্কে তাঁর নিয়ন্ত্রণাধীন উপজেলা/থানা রিসোর্স সেন্টারে কর্মরত সহকারী ইন্সট্রাক্টরগণের কোন অভিযোগ/মতামত/সংশোধন/পরামর্শ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ৩১/০১/২০২৪ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে ডাকযোগে/বাহক মারফত অথবা dddpeadm@gmail.com/section.dpel@gmail.com ই-মেইল এর মাধ্যমে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, নির্ধারিত তারিখের পরে এ বিষয়ে আর কোন অভিযোগ/মতামত/ সংশোধন/ পরামর্শ গ্রহণযোগ্য হবে না।

০৩। বিষয়টি অতীব জরুরি।

স্বাক্ষরিত

মোহাম্মদ রকিব উদ্দিন 

উপপরিচালক (প্রশাসন) 

ফোনঃ ০২-৫৫০৭৪৯৭৯


সম্পুর্ণ তালিকা

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.