ad

নতুন কারিকুলাম বাস্তবায়নে মাদ্রাসাসমূহে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত DME এর নির্দেশনা। (১১/০১/২০২৪)

Views

 

নতুন কারিকুলাম বাস্তবায়নে মাদ্রাসাসমূহে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত DME এর নির্দেশনা। (১১/০১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

গবেষণা ও উন্নয়ন শাখা

গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা

www.dme.gov.bd

২৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ

স্মারক নম্বর: ৫৭,২৫,০০০০,০১০,০২,০০১,২২.২৬

তারিখ: ১১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ

বিষয়: নতুন কারিকুলাম বাস্তবায়নে মাদ্রাসাসমূহে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ হতে দাখিল ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ হতে দাখিল ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দের সমন্বয়ে স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণের আয়োজন করবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ কর্তৃক গৃহীত প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা (TG) অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন কি না, তা মনিটরিং করবেন।

উল্লিখিত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মুহম্মদ হোসাইন 

পরিদর্শক (সহকারী অধ্যাপক)



DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.