চেইন অব কমান্ড(Chain of Command) ভঙ্গ না করার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
Views
চেইন অব কমান্ড(Chain of Command) ভঙ্গ না করার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
তদন্ত ও শৃঙ্খলা শাখা
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১,০০০০,৩০০.২৭.৫৬৫.২৩.২২
তারিখ: ২৫ গৌষ ১৪৩০
০৯ জানুয়ারি ২০২৪
বিষয়: Chain of Command ভঙ্গ না করার বিষয়ে নির্দেশনা প্রদান।
সূত্র: ৩৮,০০,০০০০,০০৪,২৭.০১০,১৭-৫৬৯, তারিখ: ১৯ নভেম্বর ২০২৩।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে লক্ষ করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগকারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ দাখিল না করে সরাসরি সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর দাখিল করে Chain of Command ভঙ্গ করছেন। যা অসদাচরণের পর্যায়ভূক্ত অপরাধ। অভিযোগপত্রে অভিযোগকারী হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণের নাম ব্যবহার করা হচ্ছে।
২। বর্ণিতাবস্থায় আপনার আওতাধীন বিদ্যালয়ের শিক্ষকগণকে Chain of Command মেনে চলার পরামর্শ প্রদানপূর্বক ভবিষ্যতে যাতে এ জাতীয় কাজ না করে সে বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
ড. নাছিমা বেগম
উপপরিচালক (তঃ ও শৃঃ)
ফোন: ৫৫০৭৪৯৫৫
inquirycelldpe@gmail.com
No comments
Your opinion here...