২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় এর নির্দেশনা সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় এর নির্দেশনা সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
প্রাক-প্রাথমিক শ্রেণি সংক্রান্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা
স্মারক নংঃ ৩৮.০১.০০০০.৩৪৬.২০.০০৯.১৬-১৫৬ তারিখঃ ২৫ পৌষ ১৪৩০ ০৯ জানুয়ারি ২০২৪
বিষয়: ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় এর নির্দেশনা।
মাননীয় প্রধানমন্ত্রী ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করার প্রেক্ষিতে ২০২৩ শিক্ষাবর্ষ হতে নির্বাচিত ৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে ৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় করার জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে বিদ্যালয়প্রতি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বরাদ্দ ইতোমধ্যে অর্থ বিভাগ হতে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে। ১. ছাড়কৃত অর্থের মাধ্যমে ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রী ক্রয়/তৈরির ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠনপূর্বক সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। কমিটি নিম্নরূপঃ ক. আহ্বায়ক : বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি - ১ জন খ. সদস্যবৃন্দঃ শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি - ১ জন প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক (২ বছর মেয়াদী পাঠদানকারী ১ জন শিক্ষককে অগ্রাধিকার দিতে হবে) (জাতীয়করণকৃত বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকলে যিনি প্রাক-প্রাথমিক শ্রেণিতে পাঠদান করেন তিনি সদস্য হবেন।) গ. সদস্য সচিব: প্রধান শিক্ষক - ১ জন ২. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে উপজেলা/থানার ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণি চালুকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনুযায়ী উপজেলা/থানা শিক্ষা অফিসার বরাবর অর্থ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার ছাড়কৃত অর্থ বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ প্রদান করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত কমিটির মাধ্যমে শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় এর কার্যক্রম সম্পন্ন করবেন। ৩. প্রাক-প্রাথমিক শিক্ষা (৪+) বয়সী শিশুদের জন্য শিক্ষক সহায়িকায় উল্লেখিত ৪টি কর্নার ও উপকরণের তালিকায় উল্লেখিত সামগ্রীগুলো অগ্রাধিকার ভিত্তিতে ক্রয়/তৈরি করতে হবে। ৪. এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম কমিটির সভায় আলোচনাসাপেক্ষে সভার লিখিত রেজুলেশন তৈরি করে উপজেলা/থানা শিক্ষা অফিসারের নিকট বিল/ভাউচার দাখিল করবেন। উপজেলা/থানা শিক্ষা অফিসার হিসাব রক্ষণ অফিসে বিল দাখিল করে অর্থ উত্তোলন করবেন এবং দ্রুততার সাথে যৌথ ব্যাংক হিসাবে তা স্থানান্তর করবেন। এক্ষেত্রে কোনো অবস্থাতেই বেয়ারার বা ওপেন চেক ইস্যু করা যাবে না। অর্থ স্থানান্তর সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্টের কপিসহ একটি প্রত্যয়ণপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাক-প্রাথমিক সেলে ই-মেইল dpepreprimary@gmail.com এবং ডাকযোগে প্রেরণ করবেন।
৫. সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় করা হয়েছে কিনা তা সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করবেন। ৬. উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা শিখন-শেখানো সামগ্রী তৈরি/ক্রয় সম্পর্কিত এ নির্দেশনা প্রাপ্তির অনধিক ৭ (সাত) দিনের মধ্যে ফটোকপি করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রেরণ নিশ্চিত করবেন। ৭. কোনো অবস্থাতেই এ অর্থ দ্বারা অন্য শ্রেণির বা বিদ্যালয়ের অন্য কোনো সামগ্রী/উপকরণ ক্রয়/তৈরি করা যাবে না। ৮. কোনো প্রকার আর্থিক অনিয়ম সংঘঠিত হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ প্রধান শিক্ষক দায়ী থাকবেন। ৯. যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণি চালু হয়নি সেসকল বিদ্যালয়ে এ অর্থ ব্যয় করা যাবে না। ১০. বরাদ্দকৃত অর্থ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও সংগ্রহ বিভাগ হতে প্রদত্ত এ বিষয়ে আর্থিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। ১১. ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য শিখন-শেখানো সামগ্রীগুলো যথাযথভাবে তৈরি/ক্রয় করা হচ্ছে কিনা তা প্রাথমিক শিক্ষার কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনকালে পরবর্তীতে যাচাই বাছাই করবেন। ১২. ২বছর মেয়াদী প্রাক-প্রাথমিকের জন্য বরাদ্দকৃত অর্থ স্লিপ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।
৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা সংযুক্তিপূর্বক নির্দেশনাটি প্রেরণ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
শাহ রেজওয়ান হায়াত মহাপরিচালক (গ্রেড-১) ফোন: ৫৫০৭৪۹۹۹
dgprimarybd@gmail.com
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...