ad

দাপ্তরিক প্রয়োজনে আবেদন/তথ্যাদি প্রেরণের ক্ষেত্রে মাদ্রাসার নিজস্ব ই-মেইল ও মোবাইল ফোন নম্বর সম্বলিত আবেদন প্রেরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৮/০১/২০২৪)

Views

 

দাপ্তরিক প্রয়োজনে আবেদন/তথ্যাদি প্রেরণের ক্ষেত্রে মাদ্রাসার নিজস্ব ই-মেইল ও মোবাইল ফোন নম্বর সম্বলিত আবেদন প্রেরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৮/০১/২০২৪)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
 সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
 সরকারী ও সিনিয়র মাদ্রাসা শাখা
 গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা 
www.dme.gov.bd

তারিখ: ২৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
স্মারক নম্বর: ৫৭,২৫,০০০০,০০৩,৯৯,০০১,২৪.৪৬১২
০৮ জানুযারি ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয: দাপ্তরিক প্রয়োজনে আবেদন/তথ্যাদি প্রেরণের ক্ষেত্রে মাদ্রাসার নিজস্ব ই-মেইল ও মোবাইল ফোন নম্বর সম্বলিত আবেদন প্রেরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসা বিভিন্ন আবেদন/তথ্যাদি দাপ্তরিক প্রয়োজনে অধিদপ্তরে প্রেরণ করেন। দাপ্তরিক যোগাযোগ স্মার্ট করার লক্ষ্যে মাদ্রাসার নিয়োগ বোর্ডে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন, এমপিওশীটে বিষয়- পদবী সংশোধনসহ বিভিন্ন কাজে মাদ্রাসার সাথে অধিদপ্তরের নিরবিচ্ছিন্ন যোগাযোগের প্রয়োজন হয়। এমতাবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আবেদন/তথ্যাদি প্রেরণের ক্ষেত্রে মাদ্রাসার নিজস্ব ই-মেইল এড্রেসসহ মোবাইল ফোন নম্বর উল্লেখ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য ০১ জানুয়ারী ২০২৪ খ্রি. হতে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়নসহ সকল দাপ্তরিক আদেশ মাদ্রাসার নিজস্ব ই-মেইলে প্রেরণ করা হচ্ছে।

স্বাক্ষরিত 
মো: জাকির হোসাইন
উপ-পরিচালক
৪১০৩০১৬৩
ddadmeb@gmail.com

DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক




















































No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.