ad

দেশের সকল মাদ্রাসায় মাদকবিরোধী কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৮/০১/২০২৪)

Views

 

দেশের সকল মাদ্রাসায় মাদকবিরোধী কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে DME এর নির্দেশনা। (২৮/০১/২০২৪)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুরক্ষা সেবা বিভাগ
মাদক-২ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০
www.ssd.gov.bd

স্মারক নম্বর: ৫৮,০০,০০০০,০৬১,০৬.০০২.২৪.৭
তারিখ: ৪ মাঘ ১৪৩৫
১৮ জানুয়ারি ২০২৪

বিষয়ঃ সূত্র দেশের সকল মাদ্রাসায় মাদকবিরোধী কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ প্রসংগে। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্মারক নং-৫৮.০২,০০০০.০০৭.০১.০১২,২১.৭৪৯, তারিখ ২২/১২/২০২৩ খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ১৭/০৫/২০২৩ তারিখে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির ৫ম সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:

সিদ্ধান্ত ২.৩.১ 'দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোর ন্যায় দেশের সকল মাদ্রাসায়ও মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে'।

০২। এমতাবস্থায়, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির ২.৩.১ নং সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

জান্নাতুল ফেরদৌস
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব।
ফোন: +৮৮০২-২২৩৩৫৩২২৯
ফ্যাক্স: ৯৫৭৪৪১৯
ইমেইল: nc2@ssd.gov.bd

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশাসন শাখ্য
গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা
www.dme.gov.bd

স্মারক নম্বর: ০৭,২৫,০০০০.০০১.৫০.০০১.২২.৩২

তারিখ: ২৩ জানুযারি ২০২৪ খ্রিস্টাব্দ
৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপরিল্লিখিত নির্দেশনা মোতাবেক মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন সংক্রান্ত কমিটির ৫ম সভার সিদ্ধান্ত: ২.৩.১- অনুযায়ী দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোর ন্যায় দেশের সকল মাদ্রাসায় মাদকবিরোধী কমিটি গঠন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২৩-০১-২০২৪

মো: জাকির হোসাইন 
উপ-পরিচালক
৪১০৩০১৬৩
ddadmeb@gmail.com




DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.