উপবৃত্তি আপডেট সকল বিভাগের জন্য চাহিদা অপশন উন্মুক্ত (১৬/০১/২০২৪)
Views
উপবৃত্তি আপডেট সকল বিভাগের জন্য চাহিদা অপশন উন্মুক্ত (১৬/০১/২০২৪)
মোবাইল নম্বর সংশোধনসহ জুলাই-ডিসেম্বর/২০২৩ সময়ের চাহিদা প্রদানের লক্ষ্যে সকল বিভাগের জন্য উপবৃত্তির পোর্টাল উন্মুক্ত।
সময়কালঃ ১৬/০১/২০২৪(বিকাল ৪:১৫) থেকে ২১/০১/২০২৪ পর্যন্ত।
#উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে থেকে মোবাইল একাউন্ট সংশোধন করা যাবে।
#সকল বিভাগের ইউজারগণ চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন।
#পূর্বনির্ধারিত সনয় অনুযায়ী চট্টগ্রাম,খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ইউজারগণ এ সংক্রান্ত কাজ করতে পারবেন ১৮ জানুয়ারি২০২৩ পর্যন্ত
#ঢাকা,ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের ইউজারগণ ২১ জানুয়ারি২০২৩ পর্যন্ত এ সংক্রান্ত কাজ করতে পারবেন।
জনাব মো: জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার,উপবৃত্তি বিভাগ,ডিপিই।
সকল বিভাগের জন্য চাহিদা অপশন উন্মুক্ত
অর্থবছর: ২০২৩-২৪, সময়কাল: জুলাই-ডিসেম্বর/২০২৩ (১ম ৬ মাস)
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের BACS & iBAS++ স্কিম এর সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২৩ সময়ের (১ম ৬ মাস) উপবৃত্তি বিতরণের লক্ষ্যে চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদনের জন্য PESP MIS Software-এ সশ্লিষ্ট অপশনসমূহ অদ্য ১৬/০১/২০২৪খ্রি. বিকাল ০৪:১৫টা থেকে সকল বিভাগের জন্য উন্মুক্ত রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের ইউজারগণের জন্য পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক ১৮/০১/২০২৪খ্রি. পর্যন্ত এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের সকল ইউজারগণের জন্য আগামী ২১/০১/২০২৪খ্রি. পর্যন্ত বর্ণিত অপশনসমূহ উন্মুক্ত থাকবে।
বর্ণিত সময়ের মধ্যে বিনা ব্যর্থতায় সকল কার্যাদি সম্পন্নকরণের জন্য সংশ্লিষ্ট ইউজারগণকে নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো।
অবশ্য করণীয়:
(ক) প্রাপ্যতা আছে এমন শিক্ষার্থীর ক্ষেত্রে- পূর্বের ন্যায় মাস সিলেক্ট করে চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।
(খ) বর্ণিত কিস্তিতে যে সকল শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্যতা নেই তাদের ক্ষেত্রে- "চাহিদা প্রস্তুত" অপশনে "প্রাপ্যতা নাই” শিরোনামের চেকবক্স সিলেক্ট করে শূন্য (০) চাহিদা প্রস্তুতপূর্বক ইউইও/টিইও কর্তৃক অনুমোদন আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।
চাহিদা অপশনে কোন পেন্ডিং ডাটা রাখা যাবে না।
(গ) যেহেতু একটি পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্য, সেহেতু কোন পরিবারের দুই
এর অধিক শিক্ষার্থীর ক্ষেত্রে কেবলমাত্র জ্যেষ্ঠ দুইজন শিক্ষার্থীর অনুকূলে চাহিদা প্রস্তুত করতে হবে। উক্ত পরিবারের বাকি শিক্ষার্থীদের চাহিদা "প্রাপ্যতা নাই” শিরোনামের চেকবক্স সিলেক্ট করে শুন্য (০) চাহিদা প্রস্তুতপূর্বক ইউইও/টিইও কর্তৃক অনুমোদন আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।
(ঘ) চাহিদা সংশোধনের প্রয়োজন হলে এডিট (1) অপশনে ক্লিক করে চাহিদা সংশোধনপূর্বক পুনরায় সংরক্ষণ করবেন এবং ক্লাস্টারে প্রেরণ করবেন।
চাহিদা রিপোর্ট অপশন থেকে সারসংক্ষেপ রিপোর্ট এবং বিস্তারিত রিপোর্ট ডাউনলোড করে সংশ্লিষ্ট সকল ইউজার যাচাই করবেন এবং যাবতীয় কার্যাদি যথাসময়ে সম্পন্ন করবেন।
*** উক্ত সময়ে উপজেলা/থানা শিক্ষা অফিসারের আইডি থেকে মোবাইল একাউন্ট সংশোধন করা যাবে।
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৬/০১/২০২৪খ্রি.
No comments
Your opinion here...