পিইডিপি-৪ এর আওতায় সারাবাংলাদেশে ৮টি বিভাগের ৩৯৭০১টি সপ্রাবি ইন্টারনেট ডাটা কানেকটিভিটি সংক্রান্ত তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
পিইডিপি-৪ এর আওতায় সারাবাংলাদেশে ৮টি বিভাগের ৩৯৭০১টি সপ্রাবি ইন্টারনেট ডাটা কানেকটিভিটি সংক্রান্ত তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
গ্রামীনফোনের রাউটার ও ইন্টারনেট সার্ভিস সংক্রান্ত তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
www.dpe.gov.bd
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৯০০,১০,০০১.২৩.২২৪
তারিখ: ১৮ অগ্রহায়ণ ১৪৩০
০৩ ডিসেম্বর ২০২৩
বিষয়: পিইডিপি-৪ এর আওতায় সারা বাংলাদেশে ৮টি বিভাগের ৩৯৭০১টি সপ্রাবি ইন্টারনেট ডাটা কানেকটিভিটি সংক্রান্ত তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পিইডিপি-৪ এর আওতায় সারাবাংলাদেশে ৮টি বিভাগের ৩৯৭০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট ডাটা কানেকটিভিটি প্রদানের লক্ষ্যে অধিদপ্তর কর্তৃক দরপত্র আহবানের প্রেক্ষিতে গ্রামীণফোন লিমিটেড নামক প্রতিষ্ঠানের সাথে ২০২২ সালের মার্চ মাসে ১ বছরের জন্য চুক্তি সম্পাদন করা হয়। পরবর্তীতে চুক্তির মেয়াদ আরো ১ বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।
কিন্তু মাঠ পর্যায় হতে জানানো হচ্ছে যে, অনেক বিদ্যালয়ে ইন্টারনেট ডাটা ঠিকমত পাওয়া যাচ্ছে না। এজন্য ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্বন্নয় সভায় চুক্তি অনুযায়ী গ্রামীন ফোন লিঃ সার্ভিস প্রদান করছে কি না সে বিষয়ে মাঠ পর্যায় হতে তথ্য আনয়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায়, নিম্ন বর্ণিত ছক অনুযায়ী এক্সেল শীটে আইএমডি'র ই-মেইলে (imdmcell@gmail.com) তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক (আইএমডি) (অতিরিক্ত দায়িত্ব) ফ্যাক্স: 02-9038122 তারিখ: ১৮ অগ্রহায়ণ ১৪৩০
MOPME এর সকল আপডেট লিঙ্ক




No comments
Your opinion here...