৫০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে সকল বিদ্যালয় সমূহ একত্রীকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৭/১২/২০২৩)
৫০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে সকল বিদ্যালয় সমূহ একত্রীকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (০৭/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২২ অগ্রহায়ণ ১৪৩০
০৭ ডিসেম্বর ২০২৩
স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.৯৯,০১৯.২৩-১২৪০
বিষয়ঃ ৫০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ সংক্রান্ত।
সূত্র: ১। ২৬ সেপ্টেম্বর ২০২৩ মাসের সমন্বয় সভার কার্যবিবরণী;
২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-৩৮.০১.০০০০.৪০০.১৬.০০১.২৩-২, তারিখঃ-১৩/০৩/২০২৩।
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচেছ যে, Annual Primary School Census (APSC)- 2022 অনুসারে সারাদেশে ৫৬(ছাপান্ন) টি জেলায় ৫০ জনের কম শিক্ষার্থী বিশিষ্ট ৯৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৬ সেপ্টেম্বর ২০২৩ মাসের সমন্বয় সভার কার্যবিবরণীর ৬নং ক্রমিকের সিদ্ধান্ত অনুযায়ী সে সকল বিদ্যালয় কিভাবে / কোন প্রক্রিয়ায় একত্রীকরণ করা সম্ভব এবং নব জাতীয়করণকৃত কোন বিদ্যালয় ছাত্রসংখ্যা কম থাকার কারণে বিদ্যালয় পরিচালনা করা সমীচিন মনে না হয় সেক্ষেত্রে যাচাই বাছাই সাপেক্ষে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের জন্য উপরিউক্ত সূত্র মোতাবেক তাগিদ প্রদান করা সত্ত্বেও তাঁর আওতাধীন সকল জেলা থেকে তথ্য পাওয়া যায়নি।
২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর ২০২৩ মাসের সমন্বয় সভার রেজুলেশনে ৬ নং বিষয়ের সিন্তান্ত মোতাবেক সংযুক্ত ছকে তাঁর বিভাগের ৫০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ সংক্রান্ত প্রস্তাব আগামী ১৮/১২/২০২৩ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরের প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলোঃ
(মনীষ চাকমা) পরিচালক
পলিসি এন্ড অপারেশন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সংযুক্ত:
১। তালিকা-১৭ (সতের) পাতা;
২। সমন্বয় সভার কার্যবিবরণী।
DPE এর সকল আপডেট লিঙ্ক




No comments
Your opinion here...