ad

প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) এর তারিখ পরিবর্তন প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৬/১২/২০২৩)

Views

 

প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) এর তারিখ পরিবর্তন প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৬/১২/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

উন্নয়ন-২ শাখা

www.mopme.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০১০,৯৯.০০২.২০,২০১

বিষয়: প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) এর তারিখ পরিবর্তন প্রসঙ্গে।

তারিখ: ২১ অগ্রহায়ণ ১৪৩০

০৬ ডিসেম্বর ২০২৩

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৬০০,২৫,০০৫.২৩-৫২৭, তারিখঃ ২৯ নভেম্বর ২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ৬৭টি পিটিআইতে ২০২৩-২৪ অর্থবছরে আগামী ০১ জানুয়ারি ২০২৪ হতে ১০ (দশ) মাস ব্যাপী প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) শুরু হওয়ার সিদ্ধান্ত রয়েছে। ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উক্ত তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনে পিটিআইসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরসমূহে কর্মরত জনবল ও শিক্ষকগণ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন।

০২। এমতবস্থায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ৬৭টি পিটিআইতে তে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) কার্যক্রম ২০২৩-২৪ অর্থবছরে আগামী ০১ জানুয়ারি ২০২৪ এর পরিবর্তে ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ হতে শুরু করার অনুমতি প্রদান করা হলো।

স্বাক্ষরিত

মোহাম্মদ আশরাফুল আলম খান

উপসচিব

ফোন: ০২-৯৫১৫৫৮৯

ইমেইল: dsdev2@mopme.gov.bd







MOPME এর সকল আপডেট লিঙ্ক




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.