ad

২০২৩-২০২৪ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেটে ৪১১২৩০৬ গবেষণাগার সরঞ্জামাদি খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা প্রেরণ সংক্রান্ত SHED এর নির্দেশনা। (৩০/১১/২০২৩)

Views

 

২০২৩-২০২৪ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেটে ৪১১২৩০৬ গবেষণাগার সরঞ্জামাদি খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা প্রেরণ সংক্রান্ত SHED এর নির্দেশনা। (৩০/১১/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 শিক্ষা মন্ত্রণালয়
 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
 বাজেট অধিশাখা
www.shed.gov.bd

স্মারক নং- ৩৭.০০.০০০০.০৬৪.০১.০১১.১৭.৭০৫

তারিখ: ১৫ অগ্রহায়ণ ১৪৩০
৩০ নভেম্বর ২০২৩

বিষয়: ২০২৩-২০২৪ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেটে '৪১১২৩০৬-গবেষণাগার সরঞ্জামাদি' খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৩-২৪ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটে '*৪১১২৩০৬-গবেষণাগার সরঞ্জামাদি' খাতে বরাদ্দকৃত অর্থ 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাবরেটরি যন্ত্রপাতি/সামগ্রী বিতরণের জন্য প্রতিষ্ঠান নির্বাচন নীতিমালা (সংশোধিত-২০১৮)' (সংযুক্তি-১) মোতাবেক বিভাজনপূর্বক বিতরণ করা হবে। 'গবেষণাগার সরঞ্জামাদি' খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জেলাসমূহের গ্রেড নির্ধারণ সংক্রান্ত সার্কুলার (সংযুক্তি-২) অনুসারে নিম্নোক্ত জেলাগ্রেড অনুযায়ী "এ" গ্রেড, "বি" গ্রেড এ "সি” গ্রেড জেলা'র প্রতিটি জেলা হতে যথাক্রমে ৬টি, ৫টি ও ৪টি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির মাধ্যমে বাছাইপূর্বক সুপারিশসহ আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবরে এবং একই সাথে ই-মেইলে (moebudgetsection@gmail.com) সফ্টকপি প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

স্বাক্ষরিত

(মোঃ নূর-ই-আলম)
যুগ্মসচিব
ফোন: ৯৫১২২০৫
ই-মেইল: moebudgetsection@gmail.com

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.