ad

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা (১০/০১১/২০২৩)

Views

 


শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা (১০/০১১/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিশু কল্যাণ ট্রাস্ট 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, মিরপুর-২, ঢাকা-১২১৬

 www.skt.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.0000.000,৩৪,00১,১৯.৫৯২

২৫ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ

তারিখ: ১০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

বিষয়: শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ।

সূত্র: শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী।

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ আগামী ০৯/১২/২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্যন্ত ৬৩টি জেলায় (ঢাকা জেলা ব্যতিত) এবং ঢাকা মহানগরীতে নির্বাচিত কেন্দ্ৰসমূহে একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলা সদরে ১টি করে পরীক্ষার কেন্দ্র থাকবে এবং তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক নির্বাচন করবেন। ঢাকা মহানগরীতে ৩টি কেন্দ্র থাকবে এবং তা বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ নির্বাচন করবেন।

২। শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি নীতিমালা-২০১৯ (সংশোধিত) এর আলোকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম আগামী ১২/১১/২০১৩ তারিখ হতে ২০/১১/২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

৩। সংযুক্ত লিংকে আপলোডকৃত বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম আগামী ২০/১১/ ২০২৩ তারিখ রাত ১২:০০ ঘটিকার মধ্যে যথাযথভাবে পূরণ করে

ট্রাস্ট দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ধার্য তারিখের পর আর ফরম পূরণ করা যাবে না।

(https://script.google.com/macros/s/AKfycbx21srOu2Rx_URYznaQf4OnYNifPUum5f7suk

ARI3iaAh1tJvKS8HKpRT5DoIQfy_-91A/exec)

সংযুক্তিঃ বৃত্তি ফরম পূরণ গাইড লাইন।

স্বাক্ষরিত

মোঃ আবুল বশার

পরিচালক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 শিশু কল্যাণ ট্রাস্ট 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন মিরপুর-২, ঢাকা-১২১৬

www.skt.gov.bd

বিষয়ঃ শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন বৃত্তি ফরম পূরণের গাইড লাইন নিম্নরুপঃ

> প্রথম ধাপঃ আপনার মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপের গুগোল ক্রম ব্রাউজার ওপেন করুন। আপনার Gmail ID এ লগইন করুন।

> দ্বিতীয় ধাপঃ শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তরের ওয়েব সাইট (www.skt.gov.bd) প্রবেশ করুন। ওয়েব সাইটের মেনুবার “বৃত্তি অনলাইন ২০২৩” এ ক্লিক করলে Login /Register ফরম পাওয়া যাবে। রেজিষ্ট্রেশন করতে Register বাটনে ক্লিক করে আপনার (প্রধান শিক্ষক) ইংরেজিতে পূর্ণ নাম, Gmail / Yahoo ID, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড লিখুন এবং Send OTP বাটনে ক্লিক করুন। আপনার Gmail / Yahoo ID তে ৪ (চার) সংখ্যার OTP কোড মেইল পাবেন। কোডটি OTP ঘরে লিখে Register বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।

> তৃতীয় ধাপঃ আপনার রেজিষ্ট্রেশনটি শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তর Verified করে দিবেন। রেজিষ্ট্রেশন Verified এর পর আপনার নির্ধারিত User (Gmail / Yahoo) ID & Password দিয়ে Login বাটনে ক্লিক করলে বৃত্তি পরীক্ষা-২০২৩ অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে।

> চতুর্থ ধাপঃ আপনার ব্যবহৃত Password ভুলে গেলে Login পেজে User (Gmail/Yahoo) ID লিখুন এবং Forgot Password বাটনে ক্লিক করলে আপনার Gmail/Yahoo) ID তে Password মেইলে চলে যাবে।



MOPME এর সকল আপডেট লিঙ্ক

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি নীতিমালা ২০১৯

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.