ad

১০ম-২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম এবং '১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩' জারিকরণ সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (২২/১১/২০২৩)

Views

 

১০ম-২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম এবং '১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩' জারিকরণ সংক্রান্ত MOPA  এর নির্দেশনা। (২২/১১/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 জনপ্রশাসন মন্ত্রণালয় 

সিআর-৩ শাখা

www.mopa.gov.bd

নং- ০৫.০০.০০০০.১০২.৪৫.০০৬.২৩-৬৫

তারিখঃ ০৭ অগ্রহায়ণ, ১৪৩০ 

২২ নভেম্বর, ২০২৩

বিষয়: ১০ম-২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা/কর্মচারীদের গোপনীয় অনুবেদন ফর্ম এবং '১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩' জারিকরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ১০ম-১২তম গ্রেড এর গোপনীয় অনুবেদন ফর্ম 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-ক' ও ১৩তম-১৬তম গ্রেড এর গোপনীয় অনুবেদন ফর্ম 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-খ (সংশোধিত)' এবং '১৬তম গ্রেড হতে ১০ম গ্রেডভুক্ত তথা পূর্বতন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন সংক্রান্ত অনুশাসনমালা' বাতিলক্রমে গোপনীয় অনুবেদন ফর্ম ১০ম-১২তম গ্রেড এর জন্য 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-ক (২০২৩ পর্যন্ত সংশোধিত)' ও ১৩-১৬তম গ্রেডের জন্য 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-খ (২০২৩ পর্যন্ত সংশোধিত)', ১৭-২০তম গ্রেডের জন্য 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-৬ (২০২৩)' ও গাড়ীচালকদের জন্য 'বাংলাদেশ ফর্ম নং ২৯০-৮ (২০২৩)' এবং '১০ম-২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা/কর্মচারীদের জন্য গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩' (কপি সংযুক্ত) জারি করা হলো।

০২। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এবং ইহা অবিলম্বে কার্যকর হবে।

সংযুক্ত: বর্ণনানুসারে (২০ পাতা)।

স্বাক্ষরিত

(মোঃ মেহেদী-উল-সহিদ)

যুগ্মসচিব (সিআর)

ফোন-৫৫১০০৭৪৬ 

crbr@mopa.gov.bd

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.