আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত DME এর নির্দেশনা। (২২/১১/২০২৩)
আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত DME এর নির্দেশনা। (২২/১১/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
সমন্বয় শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.tmed.gov.bd
তারিখ: ৬ অগ্রহায়ন ১৪৩০
নম্বর: ৫৭,০০,০০০০.০৪২,৯৯.০০১,১৯.১৭৯
২১ নভেম্বর ২০২৩
বিষয়: আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২৩ম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রেরণ।
সূত্রঃ ১। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ স্মারক নং-৪৪,০০,০০০০,০৭৫,০২,০০১.১৯ (অংশ-১)-৭৯৮; তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্বারকের পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভার গৃহীত সিদ্ধান্তের আলোকে আগামী ২২ নভেম্বর ২০১৩ তারিখ সকাল ১১.০০ টার মধ্যে হার্ডকপিসহ/সফটকপি নিকোষ ফন্টে cordtmed@gmail.com-এ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: জননিরাপত্তা বিভাগের পর।
স্বাক্ষরিত
মীর মোশারেফ হোসেন
সিনিয়র সহকারী সচিব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশাসন শাখা
গাইড হাউস (৭ম ও ১০ম তলা), নিউ বেইলী রোড, ঢাকা-১০০০
www.dme.gov.bd
স্মারক নং- ৫৭.২৫,০০০০.০০১.৫০.০০১.১৮-৯৫৯
তারিখ:
০৭ অগ্রহায়ণ, ১৪৩০
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপরিল্লিখিত নির্দেশনা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে।
স্বাক্ষরিত
মোঃ শাহীনুর ইসলাম
সহকারী পরিচালক (প্রশাসন)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
No comments
Your opinion here...