ad

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট "Institutional Strengthening" এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআইসমূহে নিয়োজিত অনিয়মিত শ্রমিকের মজুরি এবং ২টি উৎসব ভাতা খাতের ব্যয় নির্বাহকল্পে মজুরী ও বরাদ্দ প্রদান। সংক্রান্ত MOPME এর নির্দেশনা (২৬/১১/২০২৩)

Views

 

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট "Institutional Strengthening" এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআইসমূহে নিয়োজিত অনিয়মিত শ্রমিকের মজুরি এবং ২টি উৎসব ভাতা খাতের ব্যয় নির্বাহকল্পে মজুরী ও বরাদ্দ প্রদান। সংক্রান্ত MOPME এর নির্দেশনা (২৬/১১/২০২৩)


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন অফিসে দৈনিক মজুরি কর্মরতদের মাসিক বেতন ভাতার বরাদ্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

স্মারক নং ৮.০১.০০০০.১৫০.০২০.২১৫.২০২০. ৩৮১

তারিখ: ১১ অগ্রহায়ণ ১৪৩০ ২৬ নভেম্বর ২০২৩

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর সাব-কম্পোনেন্ট "Institutional Strengthening" এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআইসমূহে নিয়োজিত অনিয়মিত প্রমিকের মজুরি এবং ২টি উৎসব ভাতা খাতের ব্যয় নির্বাহকল্পে মজুরী ও বরাদ্দ প্রদান।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিও) এর সাব-কম্পোনেন্ট "Institutional Strengthening" কার্যক্রম এর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পিটিআইসমূহে নিয়োজিত অনিয়মিত শ্রমিকের জুলাই/২০২৩ হতে জুন/২০২৪ মাস পর্যন্ত মজুরি এবং ২টি উৎসব ভাতা খাতের ব্যয় নির্বাহ বাবদ পিটিআই সুপারিনটেনডেন্টগণের অনুকূলে আবর্তক ব্যয় খাতের (শ্রমিক মজুরি খাতের অর্থনৈতিক কোড ৩২১১১০৯) জিওবি এবং আরপিএ (জিওবি) খাতের বরাদ্দ হতে সর্বমোট ৭,০৫,৫৩,৪২৫.০০ (সাত কোটি পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার চারশত পঁচিশ) টাকা বরাদ্দ ও ব্যয় করার মঞ্জুরী প্রদান করা হলো।

২। এ ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের মঞ্জুরী নং ২১, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপিঃ)-এর সংস্থা কোড নং ১২৪ এবং হিসাবের খাত ২২৪২৩৭৯০০ এর আওতাধীন সাব-কম্পোনেন্ট "Institutional Strengthening"-এর আওতায় আবর্তক ব্যয় খাতের সংযুক্ত তালিকার অর্থনৈতিক কোড নং ৩২১১১০৯-এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ হবে।

৩। অর্থ ব্যয়ের শর্তাবলি। ক) প্রতিটি ব্যয় এর ক্ষেত্রে মোট বিল এর জিওবি বাবদ ৬০% হিসাবে এবং আরপিএ (জিওবি) বাবদ ৪০% হিসাবে ব্যয় নির্বাহ করতে হবে। খ) কোন অবস্থায়ই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত বা অগ্রিম অর্থ উত্তোলন এবং এক কোডে বরাদ্দকৃত অর্থ অন্য কোডে ব্যয় করা যাবে না। গ) এ বরাদ্দ হতে শুধু ২০২৩-২৪ অর্থ বছরের বিল পরিশোধ করা যাবে। ঘ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের যাবতীয় অভিট সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তার দপ্তরে সম্পাদিত হবে বিধায় খরচের সকল ভাউচার তাঁর অফিসে সংরক্ষণ করতে হবে।

ঙ) বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিবরণী ব্যয় সম্পাদনের পরবর্তী মাসের ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ডিপিই এর ওয়েব বেইজড একাউন্টিং সিস্টেমে এন্ট্রি করতে হবে। অন্যথায় পরবর্তী বরাদ্দ দেয়া সম্ভব হবে না।

চ) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩ অধিশাখার ১২/১০/২০২০ তারিখের ০৭,০০,০০০০,১৭৩,৬৬.০৫৯,১৫(অংশ-১)-৯৩ নং স্মারক মোতাবেক মজুরী নির্ধারন করে মজুরী পরিশোধের জন্য বরাদ্দ প্রদান করা হলো। মজুরী পরিশোধের ক্ষেত্রে উক্ত স্মারক প্রতিপালন করতে হবে।

ছ) কাজ নাই মজুরী নাই ভিত্তিতে নিয়োজিত জনবলের উৎসব ভাতা অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, উন্নয়ন শাখা-১ এর ১৪/০৭/২০০৩ তারিখের অম/অবি/উ:-১/বিবিধ- ৬/২০০৩/১৪৮৯ নং স্মারক মোতাবেক বরাদ্দ প্রদান করা হলো। উল্লেখ্য অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কাজ নাই মজুরী নাই ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ সংশ্লিষ্ট অর্থ বছরে বা পূর্ববর্তী অর্থ বছরে মোট কাজের সময় নূন্যতম পক্ষে ১৫০ (একশত পঞ্চাশ) দিন হলে নিয়োজনকৃত ব্যক্তি দুই ঈদ/বড় দিন/দুর্গাপূজা/বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিনের মজুরীর সমান অর্থ উৎসব বোনাস হিসাবে প্রাপ্য হবে। দুই ঈদের জন্য প্রাপ্য বোনাস দুই ভাগে ভাগ করে প্রতি ঈদে আলাদাভাবে প্রাপ্য হবে। নিয়োজিত অনিয়মিত প্রমিকের কাজের সময় উৎসবের পূর্বে নূন্যতম পক্ষে ১৫০ (একশত পঞ্চাশ) দিন পূর্ন না হলে বোনাস প্রদান করা যাবে না।

জ) দৈনিক হারিজার ভিত্তিতে মজুরি প্রদান করতে হবে।

ঝ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে "১২৪-১২৪০২-২২৪২৩৭৯০০-০০০০০০ প্রধান কার্যালয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি" এর আওতায় কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

৪) সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড এ IBAS++ সিস্টেমের মাধ্যমে DDO Authorization প্রক্রিয়ায় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং উক্ত খাত হতে ব্যয় নির্বাহ করা হবে।

৫) চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার-কে পৃষ্ঠাংকনপূর্বক সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে (প্রয়োজন অনুযায়ী) প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

৬) এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।

স্বাক্ষরিত

এম আবুল বাশার উপপরিচালক (অর্থ)

MOPME এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.