দাখিল-আলিম-ফাজিল-কামিল মাদ্রাসায় অধ্যক্ষ-সুপার-এর অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব প্রদানের বিষয় স্পষ্টীকরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৮/১১/২০২৩)
দাখিল-আলিম-ফাজিল-কামিল মাদ্রাসায় অধ্যক্ষ-সুপার-এর অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ-ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব প্রদানের বিষয় স্পষ্টীকরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৮/১১/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রশাসন শাখা
গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা
www.dme.gov.bd
স্মারক নম্বর: ৫৭,২৫,0000,00১,0৯.00১.২৩,৩৯০
তারিখ: ২৩ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
০৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ/ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব প্রদান সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দাখিল/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসায় নিয়োগে মহাপরিচালক এর প্রতিনিধি মনোনয়ন, এমপিওশীটে নাম/পদবি/বিষয়/জন্ম তারিখ সংশোধন, নতুন এমপিও, উচ্চতর স্কেল, প্রমোশন, বিএড স্কেল, পুন:নিয়োগ, ইনডেক্স ডিলেট, বকেয়াসহ বিভিন্ন ধরনের আবেদনে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র/তথ্যাদি প্রেরণ করেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদ্রাসার অধ্যক্ষ/সুপারের অবর্তমানে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ/ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব প্রদান না করে অন্য কোন শিক্ষককে দায়িত্ব প্রদান করা হচ্ছে যা “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমাল-২০১৮” এর অনুচ্ছেদ ১৭.৪ এর পরিপন্থী।
এমতাবস্থায়, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমাল-২০১৮” অনুযায়ী মাদ্রাসায় অধ্যক্ষ/সুপার এর
অবর্তমানে জ্যেষ্ঠতম শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ/ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় প্রতিষ্ঠান
প্রধানসহ গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাক্ষরিত
হাবিবুর রহমান
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
No comments
Your opinion here...