অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ সংশোধনপূর্বক গেজেট নোটিফিকেশন জারি। ০২/১১/২০২৩)
অধিগ্রহণকৃত অর্থাৎ সরকারিকরণ। ২০১৩ সালের শিক্ষক গেজেট সংশোধন করা হয়েছে। যে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএসসি, তাদের ৩১/১২/২০২৫ সালের মধ্যে সিইনএড বা সমমানে যোগ্যতা অর্জন করতে হবে
রেজিস্টার্ড নং ডি এ-১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
যেহেতু উপরি-উক্ত প্রজ্ঞাপন সরকারি গেজেটে প্রকাশের পর প্রাপ্ত পরামর্শ বা আপত্তি বিবেচনাক্রমে সরকার উক্ত প্রাক্ -প্রকাশিত প্রস্তাব সংশোধনপূর্বক উহা চূড়ান্ত করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; সেহেতু উক্ত Act এর section 6 section 3 এর sub-section (2) এর clause (b) এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, উক্ত বিধিমালার নিম্নরূপ সংশোধন করিল, যথা :- উপরি-উক্ত বিধিমালার বিধি ৪ এর (ক) উপ-বিধি (১) এর দফা (খ) এর প্রান্তঃস্থিত "।” চিহ্নের পরিবর্তে ":" চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা :– “তবে শর্ত থাকে যে, এই দফার অধীন নিয়োগপ্রাপ্ত কোন শিক্ষক ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ বা উহার পূর্বে সার্টিফিকেট ইন এডুকেশন বা সমমানের (১৫৫১৩) মূল্য : টাকা ৪-০০
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ২, ২০২৩
পরীক্ষার সার্টিফিকেট প্রাপ্ত হইলে তাহার ক্ষেত্রে উক্ত যোগ্যতা অর্জনের শর্ত প্রযোজ্য হইবে না।”; এবং (খ) উপ-বিধি (২) এ উল্লিখিত “তাহার নিয়োগের ৩ (তিন) বৎসর পূর্তির” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “এই প্রজ্ঞাপন জারির তারিখের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
২। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মাসুদ আকতার খান অতিরিক্ত সচিব।
মোঃ তাজিম-উর-রহমান, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা কর্তৃক প্রকাশিত । website: www.bgpress.gov.bd
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকুরীর শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ (২৯/৯/২০১৩)
No comments
Your opinion here...