বিবিধ কারণে ডাটা সংশোধনীর জন্য তথ্য প্রেরণ ফরম পুরণ সংক্রান্ত উপবৃত্তি আপডেট। (০১/১১/২০২৩)
Views
বিবিধ কারণে ডাটা সংশোধনীর জন্য তথ্য প্রেরণ ফরম পুরণ সংক্রান্ত উপবৃত্তি আপডেট। (০১/১১/২০২৩)
ভুলক্রমে প্রাথমিক চক্রের সমাপ্তি, ভুলক্রমে পুনরাবৃত্তি, চাহিদা অপশনে ডাটা না পাওয়া, অনুমোদিত চাহিদা অপশনে মাসের সংখ্যা শুন্য প্রদর্শন, চাহিদা সংরক্ষণ করতে না পারা, ভুলক্রমে ট্রান্সফার ইত্যাদি সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য নিম্নোক্ত লিংকে প্রবেশ করে পুরণ করে দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
লিংক: https://bit.ly/brn-pesp
অবশ্য পালনীয়:
1. একবারে একটি জন্ম নিবন্ধন নম্বর টাইপ করবেন (কোনক্রমেই একাধিক জন্ম নিবন্ধন নম্বর লিখবেন না)।
2. যতজন শিক্ষার্থী ততবার এন্ট্রি দিবেন প্লিজ। তবে একজন শিক্ষার্থীর ডাটা বারবার এন্ট্রি করবেন না।
3. তথ্য অবশ্যই ইংরেজীতে পুরণ করবেন। অতিরঞ্জিত তথ্য দিবেন না।
4. সকল শিক্ষার্থী/.... শ্রেণির সকল/বিদ্যালয়ের ইএমআইএস কোড ইত্যাদি লিখবেন না। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ছাড়া সমস্যা সমাধান করা হবে না।
আগামী ০২/১১/২০২৩খ্রি. তারিখ সকাল ১১:৩০ মধ্যে প্রযোজ্য তথ্য পুরণ সম্পন্ন করতে হবে।
উক্ত লিংকের মাধ্যমে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত ডাটা আইবাস++ স্কিমকে প্রেরণ করা হবে এবং পুনরায় বিদ্যালয় পর্যায়ে সংশ্লিষ্ট কার্যাদি সম্পন্নের জন্য সুযোগ প্রদান করা হবে।
No comments
Your opinion here...