ad

World AMR Awareness Week-2023 উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কমিক্স বই, এন্টিবায়োটিক কালারিং বুক, কমিক্স পোস্টার বিতরণের অনুমতি প্রসঙ্গ DSHE এর নির্দেশনা। (২২/১০/২০২৩)

Views

 

World AMR Awareness Week-2023 উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কমিক্স বই, এন্টিবায়োটিক কালারিং বুক, কমিক্স পোস্টার বিতরণের অনুমতি প্রসঙ্গ DSHE এর নির্দেশনা। (২২/১০/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা। 

www.dshe.gov.bd

স্মারক নং-৩৭.০২.0000.১০৮.০৩২.0২.২১ বিশেষ

তারিখ: ২২/১০/২০২৩ খ্রি.

বিষয়: World AMR Awareness Week-2023 উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদেরকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কমিক্স বই, এন্টিবায়োটিক কালারিং বুক, কমিক্স পোস্টার বিতরণের অনুমতি প্রসঙ্গে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং- ডিজিডিএ/এএমআর/২০২০/১৮৬১৫, তারিখ: ১২/১০/২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১৮ থেকে ২৪ নভেম্বর ২০২৩ সালের মধ্যে বিশ্বব্যাপী World AMR Awareness Week-2023 উদযাপিত হবে। বিশ্ব স্বস্থ্য সংস্থা এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে (AMR) মানব সভ্যতার জন্য ১০টি শীর্ষ স্বাস্থ্য হুমকির মধ্যে অন্যতম একটি স্বাস্থ্য হুমকি হিসেবে ঘোষনা করেছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মতে, বর্তমানে প্রতিবছর ১২ লক্ষ ৭০ হাজার মানুষ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কারণে মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালে মারা যাবে ১ কোটি মানুষ। অপ্রয়োজনে বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিমাইক্রোবিয়াল ঔষধ বিশেষ করে এন্টিবায়োটিক স্বেচ্ছায় সেবন ( self-medication), এন্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন না করা, পশু ও মৎস্য খাদ্য (ফিডে) বা চিকিৎসায় এন্টিবায়োটিকের ব্যবহার এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর প্রধানতম কারণ।

আসন্ন এই মহামারীর হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সচেতন হতে হবে আমাদের এখন থেকেই। শিশুরাও যেন বিষয়টি বুঝতে পারে, তারা নিজেরা সচেতন হয়ে বাবা-মা সহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সচেতন করতে পারে এ লক্ষ্যেই ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পক্ষ হতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীদের মাঝে কমিক্স বই “টিনু মিনু ও সুপার বাগ, কালারিং বুক "ইনভেনশন অব পেনিসিলিন” এবং কমিক্স পোস্টার বিতরণ করতে ইচ্ছুক।

এমতাবস্থায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের মাঝে কমিক্স বই “টিনু মিনু ও সুপার বাগ”, কালারিং বুক “ইনভেনশান অব পেনিসিলিন” এবং কমিক্স পোস্টার বিতরণের বিষয়ে অত্র অধিদপ্তরের সম্মতি এতদসঙ্গে আপনাকে জানানো হলো।

সংযুক্তি: ঔষধ প্রশাসন অধিদপ্তরের পত্র।


স্বাক্ষরিত

 (প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন)

পরিচালক (মাধ্যমিক)

ফোন নং-02-৪১০৫০২৮৫



DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.