Primary Education Journal" এর ১৫তম ভলিউম প্রকাশের জন্য আগামী ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষণাধর্মী আর্টিকেল জমাদান প্রসঙ্গে NAPE এর প্রকাশিত বিজ্ঞপ্তি। (১৯/১০/২৩)।
Primary Education Journal" এর ১৫তম ভলিউম প্রকাশের জন্য আগামী ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি. তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষণাধর্মী আর্টিকেল জমাদান প্রসঙ্গে NAPE এর প্রকাশিত বিজ্ঞপ্তি। (১৯/১০/২৩)।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক প্রকাশিত 'Primary Education Journal' এর ১৫তম ভলিউম প্রকাশ করা হবে। এটি একটি Peer Reviewed Journal। প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষণাধর্মী আর্টিকেল আগামী ৩০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, নেপ বরাবর প্রেরণের অনুরোধ করা হলো।
আর্টিকেল প্রস্তুতের ক্ষেত্রে বিবেচ্য বিষয়াবলি:
১. শিরোনাম, লেখকের পরিচয় ও যোগাযোগের ঠিকানা আলাদা পৃষ্ঠায় হবে।
২. সারসংক্ষেপ ১৫০-২০০ শব্দের মধ্যে হবে।
৩. সারসংক্ষেপের নিচে ৩-৫ টি কী-ওয়ার্ড থাকবে।
৪. রেফারেন্স লেখার ক্ষেত্রে APA (৭ম সংস্করণ) অনুসরণ করা।
৫. পরিসর ৩৫০০-৪৫০০ শব্দের মধ্যে হবে।
৬. আর্টিকেলের ভাষা ইংরেজি ফন্ট Times New Roman, সাইজ ১২ এবং লাইন স্পেস ১.৫ হবে।
৭. SIMILARITY INDEX 20% এর নিচে হবে।
৮. জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ওয়েবসাইট থেকে আর্টকেল ফরমেট দেখে আর্টিকেল প্রস্তুত করা।
৯. নমুনা আর্টিকেল দেখার জন্য www.nape.gov.bd ওয়েব ঠিকানায় ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
১০. লেখা প্রেরণের ক্ষেত্রে উপরে বর্ণিত ই-মেইল ঠিকানার পাশাপাশি rangalal1965@gmail.com ও mahmudier@gmail.com উভয় ঠিকানায় অনুলিপি প্রেরণ জন্য অনুরোধ করা হলো।
১১. প্রয়োজনে জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী বিশেষজ্ঞ, নেপ ( 01729555767) বরাবর যোগাযোগের অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(আরিফা সিদ্দিকা) পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নেপ, ময়মনসিংহ
No comments
Your opinion here...