ad

ডিপিএড পরীক্ষায় অকৃতকার্য/অনুপস্থিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপ (২৫-৩১ অক্টোবর ২০২৩ খ্রি.) সংক্রান্ত NAPE এর নির্দেশনা। (১৯/১০/২০২৩)

Views

 


ডিপিএড পরীক্ষায় অকৃতকার্য/অনুপস্থিত পরীক্ষার্থীদের ফরম ফিলাপ (২৫-৩১ অক্টোবর ২০২৩ খ্রি.) সংক্রান্ত NAPE এর নির্দেশনা। (১৯/১০/২০২৩)

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) 

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড 

ময়মনসিংহ

স্মারক নং- ৩৮.৪১৮.00.00.0.২৭২০১০-১৩৩

তারিখ: ০৩ কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ। 

১৯ অক্টোবর, ২০২৩ খ্রি.।

বিষয়: ডিপিএড ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অকৃতকার্য/অনুপস্থিত পরীক্ষার্থীদের ডিপিএড চূড়ান্ত লিখিত পরীক্ষার ফরম পূরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডিপিএড ২০২১-2022 ও 2022-২০২৩ শিক্ষাবর্ষের অকৃতকার্য/অনুপস্থিত পরীক্ষার্থীদের ডিসেম্বর, ২০২৩-এ ডিপিএড চূড়ান্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নেপ এর ওয়েবসাইটের (www.nape.gov.bd) মাধ্যমে অনলাইনে ফরম পূরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তাবলী:

১. নেপ এর ওয়েব সাইটে (www.nape.gov.bd) প্রবেশ করে ডিপিএড (DPEd) মেনুতে ক্লিক করে “ডিপিএড ফরম ফিলাপ” (DPEd Form Fill up ) সাব মেনুতে ক্লিক করলে ফরমটি ২৫-৩১ অক্টোবর, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত দৃশ্যমান থাকবে। 

২. পরীক্ষার্থীগণ স্ব স্ব রেজিস্ট্রেশন নম্বর ( Registration Number) এন্ট্রি করে সাবমিট করলে পুরণকৃত ফরম ডাউনলোড হবে। পরীক্ষার্থীগণ নেপ হতে প্রেরিত ক্রসলিস্ট অনুযায়ী বিষয়/ বিষয়সমূহের উল্লেখপূর্বক ফরম পূরণ করবেন। বিষয়টি সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট পরীক্ষার্থীগণকে অবহিত করবেন। 

৩. পরীক্ষার্থীগণ ডাউনলোডকৃত ফরমটির হার্ড কপি সংশ্লিষ্ট পিটিআই এ জমা দিয়ে পরীক্ষার ফি বাবদ মাথাপিছু ২৬০০/- (দুই হাজার ছয়শত) টাকা পরিশোধপূর্বক টাকা জমাদানের রশিদ গ্রহণ করবেন।

৪. সংশ্লিষ্ট পিটিআই কর্তৃপক্ষ ডিপিএড (DPEd) অনলাইন সফটওয়ারে Paid বাটনে ক্লিক করে ফি পরিশোধ নিশ্চিত করবেন। 

৫. পিটিআই ফি পরিশোধ নিশ্চিত করার পর পরীক্ষার্থী (মোবাইল ফোনে) একটি এসএমএস পাবেন।

৬. পরবর্তীতে নেপ ওয়েবসাইটে ডিপিএড মেন্যু থেকে প্রবেশপত্র ( Admit Card) সাবমেনুতে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ো প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে। 

৭. সংশ্লিষ্ট পিটিআই পরীক্ষার ফি বাবদ মাথাপিছু ১৬০০/- (এক হাজার ছয়শত) টাকা হারে 'চেয়ারম্যান, ডিপিএড বোর্ড, নেপ ময়মনসিংহ' এর নামে জনতা ব্যাংক, ক্যান্টনমেন্ট শাখা, ময়মনসিংহ এর অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে প্রেরণ করবেন এবং পিটিআই কেন্দ্র ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ১০০০/- (এক হাজার) টাকা হারে পিটিআই সুপারিনটেনডেন্ট নীতিমালা অনুযায়ী ব্যয় করবেন।

৮. ফরম পূরণের সময়সীমা ২৫-৩১ অক্টোবর, ২০২৩ খ্রি.।

৯. এক্ষেত্রে কোন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে জনাব দিলীপ কুমার সরকার, প্রোগ্রামার নেপ, ময়মনসিংহ ( ফোন নম্বর: ০২৯৯৭৭১০৪১৩, সকাল ৯:০০- বিকাল ৪:০০ পর্যন্ত) অথবা জনাব সামির আসিফ শুভ, মোবাইল নম্বর- ০১৬৮৫- ৯৫৬৮৯৮ এর সাথে (সকাল ০৯.০০ হতে বিকেল ০৫.০০ টা পর্যন্ত) যোগাযোগ করা যেতে পারে। প্রয়োজনে prognape21@gmail.com এ সমস্যা উল্লেখ করে ই-মেইল প্রেরণ করতে পারবেন।

স্বাক্ষরিত

(শাহনাজ নূরুন নাহার)

পরীক্ষা নিয়ন্ত্রক (চ:দা:) 

ফোন: ০২৯৯৬৬-৬৫৭৯২


NAPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.