ad

NTRCA কর্তৃক সুপারিশকৃত নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০১/১০/২০২৩)

Views

 


NTRCA কর্তৃক সুপারিশকৃত নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০১/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

 অর্থ শাখা 

গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা

 www.dme.gov.bd

স্মারক নম্বর: ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০১.২৩.৪০

তারিখ: ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ 

০১ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ 

বিষয়: NTRCA কর্তৃক সুপারিশকৃত নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, NTRCA 'র চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্তকরণের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসা হতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের MEMIS সফটওয়্যারে আবেদন দাখিল করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে, অধিকাংশ মাদ্রাসার এমপিওশীটে শিক্ষক/কর্মচারিগণের বিষয় ও পদবি উল্লেখ নেই। যার ফলে নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমপিওশীটে সকল শিক্ষক-কর্মচারীর পদবি এবং বিষয় মুদ্রিত না থাকায় জনবল কাঠামো অনুযায়ী প্রাপ্যতা রয়েছে কী না তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। নতুন শিক্ষকদের এমপিওভুক্তকরণে জটিলতা নিরসনের লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিওশীট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং বিধি মোতাবেক পদবি ও বিষয় নির্ধারণপূর্বক মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিওশীটের অনুরূপ কপি প্রয়োজন। ভুল/অসত্য তথ্য/ভুয়া সুপারিশ দিয়ে আবেদন না করার বিষয়ে সবাইকে সর্তক করা হলো। কোন প্রতিষ্ঠানে ভুল/অসত্য তথ্য/ভুয়া সুপারিশ দিয়ে আবেদন করলে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, NTRCA কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের এমপিওভুক্তকরণের লক্ষ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮(২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর পরিশিষ্ট-“ঙ” তে নতুন এমপিও এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, বিদ্যমান এমপিওশীট, বেতন বিল, শিক্ষক-কর্মচারীর তালিকা এবং বিধি মোতাবেক পদবি ও বিষয় নির্ধারণপূর্বক মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিওশীটের অনুরূপ কপি অনলাইন এমপিও আবেদনের অগ্রায়ণপত্রের সাথে সংযুক্ত করে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: অঙ্গীকারনামার নমুনা কপি-০১ ফর্দ।

স্বাক্ষরিত


মো: জাকির হোসাইন

উপ-পরিচালক 

41030163

 ddadmeb@gmail.com





DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Please do not enter any spam link in the comment box.

Theme images by fpm. Powered by Blogger.