২০২৪ শিক্ষাবর্ষে সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত DSHE এর নির্দেশনা। ( ০২/১০/২০২৩)
২০২৪ শিক্ষাবর্ষে সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০২/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ০১/১০/২০২৩ খ্রি.
স্মারক নং- ৩৭.০২.0000.১০৭.৩১,৩৩৩,২০২১ (অংশ-২) ৩০৫৭
বিষয়: ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত।
সূত্র: ২৫/০৯/২০২৩ তারিখে ভর্তি সংক্রান্ত প্রাক-প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সকল মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।
২। বিগত বছরগুলোতে অনুষ্ঠেয় ডিজিটাল লটারির এ প্রক্রিয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (জাতীয়করণকৃতসহ) বেশিরভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও উপজেলা পর্যায়ের অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। একইভাবে সকল মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠান ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি, যা বিধিসম্মত নয়। ভবিষ্যতে যে সকল প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না সে সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। উল্লেখ্য, ২০২৪ শিক্ষবর্ষে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনা পর্যায়ক্রমে মাউশি'র ওয়েবসাইট www.dshe.gov.bd এ প্রকাশ করা হবে।
এমতাবস্থায়, ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সকল মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের নিমিত্তে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
(প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন
পরিচালক (মাধ্যমিক)
৪১০৫০২৮৫
No comments
Your opinion here...