ad

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৮/১০/২০২৩)

Views

 


ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৮/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

তারিখ: ১৮/১০/২০২৩ খ্রি.

স্মারক নং- ৩৭.০২.০০০০.১0৭.৩১,১৫০,২০২৩,৩২৫৬

বিষয়: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান সংক্রান্ত।

সূত্র: এনটিবি'র স্মারক নং- শি: উন্ন: ২৭৭/১১/২২১৫; তারিখ: ১৫ অক্টোবর, ২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রে এনসিটিবি কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনাগুলো নিম্নরূপ-

১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯/১০/২০২৩ তারিখ রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে;

২. নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে; ৩. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড এর ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে;

৪. পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে;

৫. রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে ; 

৬. বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর পরে ০২/১১/২০২৩ তারিখের (বৃহস্পতিবার) মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে।

এমতাবস্থায়, এনসিটিবি কর্তৃক প্রেরিত উপরোক্ত নির্দেশনাগুলি যথাযথ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

 (এস এম জিয়াউল হায়দার হেনরী) 

সহকারী পরিচালক (মাধ্যমিক-২)

 addshesecondary2@gmail.com





DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.