জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) টিকাদান কার্যক্রম এ নির্ধারিত ছকে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রাপ্তি প্রসঙ্গে DME এর নির্দেশনা। (০৯/১০/২০২৩)
জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) টিকাদান কার্যক্রম এ নির্ধারিত ছকে ছাত্র-ছাত্রীদের তথ্য প্রাপ্তি প্রসঙ্গে DME এর নির্দেশনা। (০৯/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিচালক (এমআইএস) ও লাইন ডাইরেক্টর এইচআইএস এন্ড ইহেলথ -এর
দপ্তর
মহাখালী, ঢাকা-১২১২
www.dghs.gov.bd
স্মারক নম্বর: ৪৫.০১.০০০০.০০৫.৬৬.০৫৯.২৩.৩৬৮
তারিখ: ১৮ আশ্বিন ১৪৩০
০৩ অক্টোবর ২০২৩
বিষয়: জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) টিকাদান কার্যক্রম এ নির্ধারিত ছকে ছাত্রীদের তথ্য প্রাপ্তি প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ পি ভি) টিকাদান কার্যক্রম এর ১ম পর্যায়ে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এইচ পি ভি টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৫ম-৯ম শ্রেণীর সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী সকল কিশোরীদের এই টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সকল ছাত্রীদের টিকা প্রদান নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে সংযুক্ত ছক অনুযায়ী তথ্য প্রাপ্তি আবশ্যক। এ সংক্রান্ত একটি নোটিশ এতদসঙ্গে সংযুক্ত করা হল। আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ সংযুক্ত নোটিশটি আপলোড এবং আপনার অধীনস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রহিয়াছে।
স্বাক্ষরিত
অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন
লাইন ডাইরেক্টর
পরিচালক, এমআইএস ও লাইন ডাইরেক্টর, এইচআইএস এণ্ড ই-হেলথ,
স্বাস্থ্য অধিদপ্তর
লাইন ডাইরেক্টর (এমএনসি এন্ড এএইচ)-এর দপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর
ফোন: ৫৮৮১৬৪১২
ইমেইল: linedirector@mis.dghs.gov.bd
vaxepi.gov.bd তে রেজিস্ট্রেশন করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম- ৯ম শ্রেণীর ছাত্রীগণ যারা HPV টিকা প্রোগ্রাম এর নিবন্ধন করার অপশন খুঁজে পাচ্ছেন না অথবা স্কুল কেন্দ্র প্রদর্শন করছে না, কমিউনিটি কেন্দ্র প্রদর্শন করছে, সে সকল ছাত্রীদের তথ্যাদি নিম্ন প্রদত্ত ছকে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word, doc, docx ) ফাইল এ পূরণ করে
ই-মেইল অ্যাড্রেস- vaxepi@mis.dghs.gov.bd এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য যে, প্রাপ্ত তালিকা তে প্রাপ্ত জন্মনিবন্ধন নম্বর শুধু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিনা তা যাচাই এর জন্য ব্যবহৃত হবে। প্রত্যেক শিক্ষার্থীকে vaxepi.gov.bd নিবন্ধন নিজে করতে হবে।
সফটকপি ফাইল পাঠানোর জন্য নিম্নলিখিত নিয়মগুলো অনুসরণ করতে হবে
১। প্রেরণকৃত ফাইল সম্পূর্ণ ইংরেজিতে হতে হবে। অন্যথায় বাংলায় পূরণকৃত ফাইল গ্রহণ যোগ্য হবে না।
২। জন্মনিবন্ধন নাম্বার ১৭ সংখ্যার অনলাইন ডিজিটাল সার্টিফিকেটের হতে হবে (BDRIS ভেরিফাই যোগ্য হতে হবে)।
৩। উদ্দিষ্ট গ্রুপের নির্দিষ্ট ছাত্রীদের তালিকা যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব ইত্যাদি প্রতিষ্ঠানের স্ব স্ব প্রতিষ্ঠানের ই-মেইল অ্যাড্রেস থেকে আসা বাঞ্ছনীয়।
৪। প্রেরিত ফাইল অবশ্যই Microsoft word, doc, docx এ হতে হবে (আটাচমেন্ট আকারে, ই-মেইল এর বডি তে নয়)। কোন প্রকার মাইক্রোসফট এক্সেল, স্ক্যানকপি, নোট প্যাড, পিডিএফ ইত্যাদি গ্রহণ যোগ্য নয়।
৫। প্রেরিত ফাইল অবশ্যই ছক অনুযায়ী হতে হবে অন্যথায় ফাইল গ্রহণযোগ্য হবে না।
No comments
Your opinion here...