ad

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো পুনর্নির্ধারণ/ সমন্বয় করা প্রসঙ্গে বাংলাদেশ গেজেট। (০২/১০/২০২৩)

Views

 ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো পুনর্নির্ধারণ/ সমন্বয় করা প্রসঙ্গে বাংলাদেশ গেজেট। (০২/১০/২০২৩)

রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

সোমবার, অক্টোবর ২, ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

অপারেশন-১ শাখা

প্রজ্ঞাপন

তারিখ: ১৭ আশ্বিন ১৪৩০/০২ অক্টোবর ২০২৩

নং-২৮,০০,০০০০,০২৬.৯৯.00১.২২,৭৩। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের ২৮,০০,0000026.99.001.22.৭১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে প্রণীত ডিলার/ এজেন্টস্ কমিশন ও জ্বালানি তেল পরিবহণ ভাড়া সংক্রান্ত ফর্মুলা অনুযায়ী ২৯ আগস্ট, ২০২২ তারিখের ২৮,০০,০০০০,২৬,৩৫.০০১.১৮(অংশ) ১১৬ সংখ্যক প্রজ্ঞাপনে ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এর মূল্য কাঠামো এতদ্বারা নিম্নরূপভাবে পুনর্নির্ধারণ/ সমন্বয় করা হইল।

২। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং সরাসরি আমদানি/ ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল তেল বিপণন কোম্পানিসমূহের নিকট নিম্নবর্ণিত মূল্যে সরবরাহ করিবে :



(১৩৬৫৯) মূল্য : ঢাকা ৪.০০


বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, অক্টোবর ২, ২০২৩

বিস্তারিত মূল্য কাঠামো সংযোজনী-ক হিসেবে সংযুক্ত হইল।

৩। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২২ ডিসেম্বর, ২০০৮ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এবং এতদসংক্রান্ত সময় সময় জারীকৃত সংশোধনীসহ অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকিবে।

৪। সংশোধিত এই মূল্য হার ০৩/১০/২০২৩ তারিখ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে।


রাষ্ট্রপতির আদেশক্রমে

শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন

উপসচিব।


মোঃ তাজিম-উর-রহমান, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত। মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস তেজগাও, ঢাকা কর্তৃক প্রকাশিত। website: www.bgpress.gov.bd



বাংলাদেশ গেজেট সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.