ad

উপবৃত্তি সংক্রান্ত আপডেট।(১৮/১০/২০২৩)

Views

 

উপবৃত্তি সংক্রান্ত আপডেট।(১৮/১০/২০২৩)

চাহিদা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা PESP MIS Software-এর সংশ্লিষ্ট ইউজারগণের সদয় অবগতি এবং কার্যার্থে জানানো যাচ্ছে, গত ১১/10/2023খ্রি. তারিখ থেকে শুরু হওয়া জানুয়ারি-জুন/২০২৩ সময়ের চাহিদা প্রস্তুত, সংরক্ষণ, ক্লাস্টারে প্রেরণ, যাচাই-বাছাই ও অনুমোদন এর কার্যাদি এখনো

উল্লেখযোগ্য পরিমাণে পেন্ডিং থাকায় আগামী ১৯/১০/২০২৩খ্রি. তারিখ

থেকে ২১/১০/২০২৩খ্রি. তারিখ পর্যন্ত সকল বিভাগের জন্য উন্মুক্ত থাকবে।

বিদ্যালয় পর্যায়

19/10/2023 থেকে 21/10/2023 তারিখ

উপজেলা পর্যায়

19/10/2023 থেকে 22/10/2023 তারিখ (সকাল ১০:০০ টা পর্যন্ত)

প্রতিদিন: সকাল ০৮:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত (শুক্র-শনিবারসহ)।

বি:দ্র: ২২/১০/২০২৩খ্রি. তারিখ সকাল ১০:০০টা থেকে পে-রোল প্রস্তুতপূর্বক উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে।

উক্ত সময়ের মধ্যে বিনা ব্যর্থতায় সংশ্লিষ্ট ইউজারগণ কর্তৃক বর্ণিত কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৮/10/2023খ্রি.



আগামীকাল থেকে সকল বিভাগের চাহিদা প্রস্তুত অপশন খুলে দেয়া হবে। যাদের চাহিদা প্রস্তুত করা সম্ভব হয়নি তারা প্রস্তুত থাকবেন।
সুত্রঃ উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.