ad

বিকেকেবি BKKB কতৃক কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান প্রাপ্তির নতুন নিয়ম।

Views

 


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জটিল রোগে চিকিৎসা অনুদান: সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা

বিকেকেবি BKKB কতৃক কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান প্রাপ্তির নতুন নিয়ম।

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (বিকেকেবি) সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল রোগে চিকিৎসা সহায়তার নতুন নিয়ম জারি করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সরকারি চাকরিজীবীরা এখন নিজে কোনো জটিল রোগে আক্রান্ত হলে দেশে কিংবা বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অনুদান পেতে পারবেন। চাকরিজীবনে এক বা একাধিকবার এ অনুদান গ্রহণ করা যাবে।

কোন কোন রোগের জন্য অনুদান মিলবে?

অনুদান প্রদানের ক্ষেত্রে বেশ কয়েকটি জটিল ও ব্যয়বহুল রোগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  1. ক্যান্সার

  2. হৃদরোগ

  3. কিডনি-ব্যাধি

  4. হেপাটাইটিস

  5. ডায়াবেটিস মেলিটাস

  6. পক্ষাঘাত

  7. বক্ষব্যাধি

  8. কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন সংক্রান্ত রোগ

  9. দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া
    এছাড়া, মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল হিসেবে চিহ্নিত অন্য যেকোনো রোগও এ সুবিধার আওতায় আসবে।

আবেদনের শর্তাবলী

চিকিৎসা অনুদান পেতে হলে নির্ধারিত আবেদন ফরম নং ০৮ পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র প্রতিস্বাক্ষরসহ সংযুক্ত করতে হবে। এরপর একটি ফরওয়ার্ডিং চিঠির মাধ্যমে প্রেরণ করতে হবে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা বরাবরে।
আবেদনপত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়ন থাকতে হবে এবং মৃত কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর ও নামযুক্ত সিল প্রদান বাধ্যতামূলক।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

  1. হাসপাতালে ভর্তি হলে মূল ছাড়পত্র (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);

  2. চিকিৎসা সংক্রান্ত বিল ভাউচারের মূল কপি (প্রতিস্বাক্ষরিত);

  3. চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র ও রিপোর্ট (প্রতিস্বাক্ষরিত);

  4. চিকিৎসা খরচের বিস্তারিত হিসাব বিবরণী (কর্মচারীর স্বাক্ষরসহ);

  5. জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বেতন নির্ধারণ (Pay Fixation) ফরমের সত্যায়িত অনুলিপি।

ন্যূনতম জেলা পর্যায়ে প্রত্যয়ন আবশ্যক

উপরে বর্ণিত সব কাগজপত্র জেলা পর্যায়ের কোনো কর্মকর্তার প্রত্যয়ন ও অগ্রায়ন সাপেক্ষে জমা দিতে হবে। এরপরই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে।

উপসংহার

চাকরিজীবনে এক বা একাধিকবার সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত এ অনুদান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিজে কোন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করালে জটিল ও ব্যয়বহুল রোগের দেশে বিদেশে চিকিৎসা সাহায্য তহবিল হতে চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
চিকিৎসা অনুদানের জন্য কি কি রোগ অন্তর্ভূক্ত?
– ক্যান্সার, হ্নদরোগ, কিডনি-ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস-মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ-সংযোজন সংক্রান্ত রোগ ও দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হওয়া এবং এ সংক্রান্ত মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল রোগ বলে চিহ্নিত যে কোন রোগও এর অর্ন্তভূক্ত হবে।
আবেদনের শর্তাবলী কি?
নির্ধারিত আবেদন ফরম নং ০৮ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রতিস্বাক্ষর করে সংযুক্ত করে মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয়, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা বরাবরে একটি ফরওয়ার্ডিং চিঠির মাধ্যমে প্রেরণ করতে হয়। কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর নিজের চিকিৎসার জন্য চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ফরমের নির্ধারিত স্থানে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক প্রত্যয়ন এবং মৃত কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান করা হয়।
জটিল রোগের আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস:
চিকিৎসা অনুদানের জন্য আবেদন পত্রের সাথে কি কি কাগজপত্র দিতে হয়?
হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
চিকিৎসা সংক্রান্ত বিল ভাউচার এর মূলকপি (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র ও রিপোর্ট (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);
চিকিৎসা সংক্রান্ত খরচের হিসাববিবরণী (কর্মচারীর স্বাক্ষর সহ);
জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ (Payfixation) ফরমের সত্যায়িত ফটোকপি;

নূন্যতম জেলা পর্যায়ে কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন ও অগ্রায়ন হতে হবে।

আবেদন ফরম নং ০৮




পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.