ad

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ ও পেপার লেমিনেটেড কার্ড হারিয়ে গেলে করণীয় প্রসংগে BEC এর নির্দেশনা। (০৮/১০/২০২৩)

Views

 

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ ও পেপার লেমিনেটেড কার্ড হারিয়ে গেলে করণীয় প্রসংগে BEC এর নির্দেশনা। (০৮/১০/২০২৩)

স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সময় মূল লেমিনেটেড কার্ড দাখিল করতে না পারলে আর সরকারি ফি প্রদানের প্রয়োজনীয়তা নেই।

বাংলাদেশ নির্বাচন কমিশন 

নির্বাচন কমিশন সচিবালয় 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ 

www.nidw.gov.bd

স্মারক নং-১৭,০০,০০০০.০৬১.৫১,00৯,১৭, ১৯০

তারিখঃ ০৮ অক্টোবর, ২০২৩ খ্রিঃ

বিষয়ঃ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ ও পেপার লেমিনেটেড কার্ড হারিয়ে গেলে করণীয় প্রসংগে।

উপর্যুক্ত বিষয় জানানো যাচ্ছে যে, কোন ভোটারের নিবন্ধন স্লিপ বা পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় নিম্নবর্ণিত নির্দেশনা প্রতিপালনপূর্বক স্মার্ট কার্ড প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছেঃ

ক) স্মার্ট কার্ড বিতরণের সময় ভোটারের পেপার লেমিনেটেড কার্ড পাঞ্চ করে ফেরত প্রদানের পাশাপাশি দশ আংগুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

খ) যেসকল ভোটারের লেমিনেটেড কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে লেমিনেটেড কার্ডের ফটোকপি যদি থাকে তা দেখে পরিচয় নিশ্চিত করে দশ আংগুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করতে হবে। যদি কারো এনআইডির ফটোকপি না থাকে সেক্ষেত্রে এনআইডি নম্বর উল্লেখপূর্বক জিডি কপি গ্রহণ করে পরিচয় নিশ্চিতপূর্বক স্মার্ট কার্ড প্রদান করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ফি গ্রহণের প্রয়োজন হবে না।

গ) নতুন নিবন্ধিত ভোটারের নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে প্রযোজ্য ক্ষেত্রে ভোটারের চোখের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহণপূর্বক কোন প্রকার ফি ছাড়াই স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

২। অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ৬ ও ৮ অনুসরণপূর্বক কার্যসম্পাদনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

৩।  ইতোপূর্বে জারীকৃত এতদসংক্রান্ত নির্দেশনা বাতিল করা হলো।

স্বাক্ষরিত

মুহাম্মদ হাসানুজ্জামান 

পরিচালক (প্রশাসন)

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ 

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.